thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ফখরুল-আশরাফ ফোনালাপ : সমঝোতায় পৌঁছার আশ্বাস

২০১৩ অক্টোবর ২২ ১৪:৫২:৫২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ফখরুল-আশরাফ ফোনালাপ : সমঝোতায় পৌঁছার আশ্বাস
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : চিঠি প্রাপ্তির বিষয়টি নিশ্চিত করে মির্জা ফখরুলকে ফোন দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম। একই সঙ্গে আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাঝোতায় পৌঁছানোর আশা ব্যক্ত করেন দুই নেতা।

চিঠি দেওয়ার জন্য সৈয়দ আশরাফ বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে ধন্যবাদও জানান।

মঙ্গলবার সকালে বিরোধী দলের নেতা বেগম খালেদা জিয়ার গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব এ তথ্য জানান।

সংবাদ সম্মেলন চলা অবস্থায় সৈয়দ আশরাফ মির্জা ফখরুলকে ফোন দেন। এ সময় তাদের কুশল বিনিময় করতে দেখা যায়।

পরে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, ‘আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিএনপির দেওয়া চিঠি পেয়েছেন। তিনি আজ (মঙ্গলবার) প্রধানমন্ত্রীর সঙ্গে দিনাজপুর যাচ্ছেন। সেখানে তিনি বিষয়টি অবহিত করবেন।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘শিগগিরই আমরা আলোচনার মাধ্যমে একটি রাজনৈতিক সমাঝোতায় পৌঁছাবো।’

বিএনপির পক্ষ থেকে দেওয়া চিঠির বিষয়ে ফখরুল বলেন, ‘চিঠিতে চেয়ারপারসনের দেওয়া প্রস্তাবনার কথা রয়েছে এবং সংলাপের প্রস্তাবও আছে।’

মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় বিএনপির তিন সদস্যের প্রতিনিধি দল খালেদা জিয়ার দেওয়া প্রস্তাবের চিঠি নিয়ে সৈয়দ আশরাফুল ইসলামের বাসায় যান। যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে ছিলেন চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও শহীদ উদ্দিন চৌধুরী।

বিএনপির এ প্রতিনিধি দলের নেতৃত্বে ছিলেন দলটির যুগ্ম-মহাসচিব বরকতউল্লাহ বুলু। এ সময় বিরোধী দলের চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক ও শহীদ উদ্দিন চৌধুরী উপস্থিত ছিলেন।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম-মহাসচিব সালাহউদ্দিন আহমেদ ও শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন।

(দিরিপোর্ট২৪/আরএইচ/এমএআর/জেএম/অক্টোবর ২২, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর