thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

প্রধানমন্ত্রীর বাসভবনে বিজিএমইএ-র নেতারা

২০১৩ ডিসেম্বর ০২ ১৮:৫১:৫৯
প্রধানমন্ত্রীর বাসভবনে বিজিএমইএ-র নেতারা

দ্য রিপোর্ট প্রতিবেদক : চলমান রাজনৈতিক অস্থিরতা ও পোশাকশিল্পে নৈরাজ্য নিয়ে কথা বলতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছেন বিজিএমইএ-র প্রতিনিধি দল

বিজিএমইএ-র সভাপতি আতিকুল ইসলামের নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল সোমবার পৌনে সাতটায় পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর বাসভবনে প্রবেশ করেন।

এর আগে সোমবার বিকেলে পোশাকশিল্প মালিকদের সঙ্গে বিজিএমইএ ভবনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বিজিএমইএ-র সভাপতি আতিকুল ইসলাম রাজনৈতিক অস্থিরতা ও পোশাকশিল্পে নৈরাজ্য সৃষ্টির প্রতিবাদে বুধবার বেলা ১২ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি ঘোষণা করেন।

এ সময় তিনি দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী ও বিরোধীদলীয় নেতার সঙ্গে আলোচনা করবেন বলে জানান।

পোশাক মালিক সংগঠনের নেতাদের একটি প্রতিনিধি দল সন্ধ্যা ৬টার দিকে প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে রওয়ানা দেন। সন্ধ্যা পৌনে সাতটার দিকে ২০ জন প্রতিনিধিকে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অনুমতি দেওয়া হয়।

প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সংগঠনটির নেতারা প্রধান বিরোধী দলের নেতা খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন।

(দ্য রিপোর্ট/ এমই/ এমডি/ ডিসেম্বর ০২, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর