thereport24.com
ঢাকা, শনিবার, ২৩ ফেব্রুয়ারি ২০১৯, ১১ ফাল্গুন ১৪২৫,  ১৭ জমাদিউস সানি ১৪৪০

হিটেই বাদ মাহফুজ

২০১৪ জুলাই ২৭ ১৫:১৬:৩৩
হিটেই বাদ মাহফুজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্কটল্যান্ডের গ্লাসগোতে কমনওয়েলথ গেমসের তৃতীয় দিনে ছেলেদের ১০০ মিটার ফ্রিস্টাইল সাঁতারের হিট থেকেই বাদ পড়েছেন মাহফিজুর রহমান।

সব মিলিয়ে ৬৬ জনের মধ্যে ২৮তম হয়েছেন বাংলাদেশের এই সাঁতারু। ১০০ মিটার ফ্রিস্টাইলে ৬ নাম্বার হিটে চতুর্থ হতে মাহফিজুর সময় নিয়েছেন ৫২.৯৭ সেকেন্ড। এর আগে মেয়েদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে হিট থেকেই বাদ পড়েছেন মাহফুজা খাতুন। সব মিলিয়ে হিটে ৩৫ জনের মধ্যে ২৬তম হয়েছিলেন তিনি।

স্কিট শুটিংয়ে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন বাংলাদেশের দুই শুটার নুরুদ্দিন সেলিম ও ইকবাল ইসলাম। সেলিম প্রতিযোগিতায় নেমে ২৭ জনের মধ্যে ১৮তম ও ইকবাল ২২তম স্থান অধিকার করেছেন।

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এইচ/জুলাই ২৭, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কমনওয়েলথ গেমস এর সর্বশেষ খবর

কমনওয়েলথ গেমস - এর সব খবর