thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০


দুলাল সরকার

গোপন গোধূলী

২০১৪ জুলাই ২৭ ২১:১৬:২৪

এ কোনো আঁধার নয়, যাকে তুমি নিতে পারো
রৌদ্রের বিশুদ্ধতা হিসেবে, যাকে তুমি দিতে পারো মন
যার সাথে কথা বলে নিজকে ছড়াতে পারো
আর যারা পৃথিবীকে দেখছে অন্যত্র আমার অনুপস্থিতিতে বসে
দর্পণে স্বপ্নের কথা লিখে যায়, একটি কাকের ডাক
মহাজাগতিক স্বর ক্ষণস্থায়ী নিয়তি নির্দিষ্ট;

তাকে তুমি নিতে পারো, সে তোমাকে অনুবাদ করে দেবে
তোমার কবিতা, অন্য আবেগ, দীর্ঘলিপি, মানুষের স্বর
নোনা ঘামে মাঠের চৈতী ভেজা রোদ, একে দেবে পালকের
ডানার নিচে যেখানে উত্তাপে ফোটে চেতনার নিরন্ত নির্যাস;
একে তুমি নিতে পারো, বিশ্বাস জড়িয়ে আছে।

কৃষকের যেমন লাঙ্গলে— ভাই ও বোনের যেমন
পথ ও পথিকে— শব্দ ও নিঃশব্দ নিয়ে
যে সম্পর্কে আমরা মানুষ, বৃক্ষের কাছে গিয়ে যে এখনো
নক্ষত্রের পদাবলী শোনে— তাকে তুমি নিতে পারো

প্রান্তজনের সখা বলে নিখোঁজ রাত্রির স্বরলিপি
শুনে শুনে যে এখনো গোপন গোধূলীর কাছে যায়।

পাঠকের মতামত:

SMS Alert

ঈদ সংখ্যা এর সর্বশেষ খবর

ঈদ সংখ্যা - এর সব খবর