thereport24.com
ঢাকা, বুধবার, ২১ নভেম্বর ২০১৮, ৭ অগ্রহায়ণ ১৪২৫,  ১২ রবিউল আউয়াল ১৪৪০

জাহেদ সরওয়ার

অর্থহীন এই অর্থময়তা

২০১৪ জুলাই ২৭ ২১:১৯:৪২

প্রাসাদ স্মরণীর শেষে যেখানে গোরস্তান
যেখানে অর্থহীন অর্থময়তার গান গেয়ে
উঠে অতৃপ্ত প্রেমিকের আত্মারা—
শাদা কাপড়ে কীসের রক্ত দেখেছিলে?

কত প্রগাঢ় বিকেলবেলা গিয়েছিল ভেসে
রঙের কারসাজিতে সিল্কের মসৃণ দোলায়
জাগিয়ে তুলেছিল শব্দকে শব্দহীনতা
পেয়েছিল আহত এস্রাজ হারিয়ে ফেলা সুর

নির্জনতাকে কেমন লেগেছিল পোষাকে
সমুদ্রও হতে পারে নাই আশ্রয়
তবুও বাসনা বেঁচেছিল একটি তীরে
কোরবানি হয় নি একটি মোরগও
প্রেমিকের মৃত আত্মার সতীত্ব পরীক্ষায়?

পাঠকের মতামত:

SMS Alert

ঈদ সংখ্যা এর সর্বশেষ খবর

ঈদ সংখ্যা - এর সব খবর