thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

তপন বাগচী

একদিন শান্তি আসবেই

২০১৪ জুলাই ২৭ ২১:২৮:০৭

একটি শিশুর কান্না দেখে মনে হলো
আমাদের কারো মুখেই হাসি নেই
একটি শিশুর শরীর জুড়ে রক্তের স্রোত দেখে মনে হলো
আমরা সকলেই হিংস্রতার শিকার
একটি শিশুর উড়ে-যাওয়া মাথার খুলি দেখে মনে হলো
আমাদের কারোই জীবনই নিরাপদ নয়

ফিলিস্তিনের যে শিশুর কান্না দেখছি, সে আমার ভাই
ফিলিস্তিনের যে শিশুর রক্ত দেখছি, সে আমার বোন
ফিলিস্তিনের যে শিশুর লাশ দেখছি, সে আমার সন্তান।

আসুন আমরা ভাইহত্যার প্রতিবাদ করি
আসুন আমরা বোনহত্যার প্রতিবাদ করি
আসুন আমরা মানুষহত্যার প্রতিবাদ করি।

যারা এভাবে মানুষ হত্যা করছে, আমরা তাদের ঘৃণা করি
খুনীদের পেছনে যারা মদদ যোগাড়, আমরা তাদের ঘৃণা করি
পবিত্র পৃথিবীতে যারা যুদ্ধের নাম হিংস্রতা ছড়ায়, আমরা তাদের ঘৃণা করি।

আমরা জানি পৃথিবীতে একদিন শান্তি আসবেই
তার আগেই এইসব খুনের বদলা নিতে চাই।

পাঠকের মতামত:

SMS Alert

ঈদ সংখ্যা এর সর্বশেষ খবর

ঈদ সংখ্যা - এর সব খবর