thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫,  ১৪ জমাদিউল আউয়াল ১৪৪০

সাঁতারে ৩ স্বর্ণ ইংল্যান্ডের

২০১৪ জুলাই ৩০ ১৪:৫২:৩৯
সাঁতারে ৩ স্বর্ণ ইংল্যান্ডের

দ্য রিপোর্ট ডেস্ক : কমনওয়েলথ গেমসে সাঁতারের বিভিন্ন ক্যাটাগরিতে অসাধারণ নৈপূণ্য প্রদর্শন করেছে ইংল্যান্ডের সাঁতারুরা। ইভেন্টের ৮টি স্বর্ণের মধ্যে ৩টিই জিতেছে তারা।

সাঁতারের (পুরুষ) দলগত ৪x১০০ মিটার ইভেন্টে স্বর্ণ জিতেছে ইংল্যান্ড। আর ৫০ মিটার ফ্রিস্টাইলে দেশটিকে সোনা এনে দিয়েছেন ১৯ বছর বয়সী বেন প্রাউড।

৫০ মিটার বেকস্ট্রোক ক্যাটাগরিতেও স্বর্ণ পেয়েছে ইংল্যান্ড। এই ইভেন্টে প্রথম হয়েছেন দেশটির জর্জিয়া ডেভিস। আর নারীদের দলগত সাঁতারের ৪x১০০ মিটারেও রৌপ্যপদক জিতেছে ইংলিশরা।

এ ছাড়া জাজ কারলিন রৌপ্য ও ডান জাভিস জিতেছেন ব্রোঞ্জপদক। আর স্কট ডান ওয়ালেন্স ২০০ মিটার ব্যক্তিগত মেডলিতে জিতেছেন রৌপ্যপদক।

পদক তালিকা:

অস্ট্রেলিয়া : ৫৭ (স্বর্ণ ১৯, রৌপ্য ২১, ব্রোঞ্জ ১৭)

ইংল্যান্ড : ২৮ (স্বর্ণ ১০, রৌপ্য ১০, ব্রোঞ্জ ৮)

কানাডা : ১১ (স্বর্ণ ৪, রৌপ্য ১, ব্রোঞ্জ ৬)

দক্ষিণ আফ্রিকা : ১২ (স্বর্ণ ৩, রৌপ্য ৩, ব্রোঞ্জ ৬)

স্কটল্যান্ড : ১০ (স্বর্ণ ৩, রৌপ্য ৩, ব্রোঞ্জ ৪)

(দ্য রিপোর্ট/সিজি/জুলাই ৩০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কমনওয়েলথ গেমস এর সর্বশেষ খবর

কমনওয়েলথ গেমস - এর সব খবর