thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৮ সেপ্টেম্বর ২০১৮, ৩ আশ্বিন ১৪২৫,  ৭ মহররম ১৪৪০

রুডিশাকে হতাশ করে স্বর্ণ নিজেলের

২০১৪ আগস্ট ০১ ১৩:০৩:১৭
রুডিশাকে হতাশ করে স্বর্ণ নিজেলের

দ্য রিপোর্ট ডেস্ক : অলিম্পিকে ৮০০ মিটারের বতর্মান চ্যাম্পিয়ন ডেভিড রুডিশাকে পেছনে ফেলে কমনওয়েলথ গেমসের এই ইভেন্টে স্বর্ণ জিতেছেন তরুণ স্প্রিন্টার নিজেল অ্যামোস।

শুরু থেকে শেষ অবধি ২০ বছর বয়সী অ্যামোস সব সময়ই ছিলেন সবার আগে। তাই ১.৪৫.১৮ সেকেন্ড সময় নিয়ে সবাইকে পেছনে ফেলেই প্রথম হয়েছেন এই অ্যাথলেট। তার পরই ছিলেন রুডিশা। ১.৪৫.৪৮ সেকেন্ড সময় নিয়ে দৌড় শেষ করে রৌপ্যপদক জিতেছেন তিনি।

ইভেন্টের ব্রোঞ্জপদক জিতেছেন দক্ষিণ আফ্রিকার আন্ড্রে ওলিভিয়ের। এ ছাড়া স্কটল্যান্ডের গাই লেরমান্থ ষষ্ঠ এবং ইংল্যান্ডের মাইকেল রিমমের হয়েছেন সপ্তম।

(দ্য রিপোর্ট/সিজি/শাহ/আগস্ট ০১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কমনওয়েলথ গেমস এর সর্বশেষ খবর

কমনওয়েলথ গেমস - এর সব খবররে