thereport24.com
ঢাকা, শুক্রবার, ২২ ফেব্রুয়ারি ২০১৯, ১০ ফাল্গুন ১৪২৫,  ১৬ জমাদিউস সানি ১৪৪০

গ্লাসগোতে বোল্টের স্বর্ণ

২০১৪ আগস্ট ০৩ ১১:৪৮:০৪
গ্লাসগোতে বোল্টের স্বর্ণ

দ্য রিপোর্ট ডেস্ক : গতিদানব উসাইন বোল্ট অংশগ্রহণ করেননি কমনওয়েলথ গেমসের ১০০ মিটার ইভেন্টের দৌড়ে। তবে পুরুষ বিভাগের ৪x১০০ মিটার রিলেতে দেশের হয়ে দলের নেতৃত্ব দিয়েছেনেএই জ্যামাইকান। তার নেতৃত্বে স্বর্ণপদক জিতেছে দেশটি।

ট্র্যাক অ্যান্ড ফিল্ডের যুদ্ধে হাম্পডেন পার্কে বোল্টকে দারুণ সঙ্গ দিয়েছেন জেসন লিভারমোর, কেমার বেইলি কোল (১০০ মিটারে স্বর্ণপদকজয়ী), নিকেল অ্যাশমেয়াডে (ব্রোঞ্জপদকজয়ী)। ৩৭.৫৮ সেকেন্ড সময় নিয়ে এই ইভেন্টের স্বর্ণপদক জিতেছে বোল্টের জ্যামাইকা।

২৭ বছর বয়সী বোল্ট অলিম্পকে জিতেছেন ৬টি স্বর্ণ। তবে কমনওয়েলথে কোনো পদক ছিল না তার। সেই স্বাদ পূর্ণ হওয়ায় দারুণ খুশি তিনি। বলেছেন, ‘এটা বড় অর্জন। আমার পদকের তালিকায় শুধু বাকি ছিল এটি।’ ইনজুরির জন্য ১০০ ও ২০০ মিটারে অংশগ্রহণ করেননি বোল্ট।

এদিকে নারীদের ৪x১০০ মিটার রিলেতেও স্বর্ণপদক জিতেছে জ্যামাইকা। রিলেতে ছিলেন কেরম স্টুয়ার্ট, ভেরোনিকা কেম্পবেল-ব্রাউন, শিলোনি কালভার্ট ও শেলি-আন ফ্রেসার-প্রাইস।

(দ্য রিপোর্ট/সিজি/এজেড/আগস্ট ০৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

কমনওয়েলথ গেমস এর সর্বশেষ খবর

কমনওয়েলথ গেমস - এর সব খবর