thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

ইসরায়েলকে কোনো ছাড় নয় : হামাস

২০১৪ আগস্ট ১০ ১১:০৩:৫১
ইসরায়েলকে কোনো ছাড় নয় : হামাস

দ্য রিপোর্ট ডেস্ক : ফিলিস্তিনে হামলাকারী ইসরায়েলকে কোনো ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছে হামাস। আন্তর্জাতিক সম্প্রদায়ের চেষ্টায়ও ইসরায়েল যখন হামাসের দাবি মানছে না, তখনই হামাস ঘোষণা করল তাদের অবস্থান।

হামাসের অন্যতম মুখপাত্র ফাওজি বারহুম এক বিবৃতিতে বলেছেন, ‘পিছু হটার কোনো সুযোগ নেই, প্রতিরোধ চলবে।’ ফাওজি আরও বলেছেন, ‘দখলদাররা নমনীয়তার ধারে কাছেও আসছে না, তাই আমরাও আমাদের জনগণের দাবির বিষয়ে কোনো ছাড় দেব না।’

এর আগে ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের বিমান হামলায় শনিবার আরও পাঁচজন নিহত হয়েছেন। এদিকে ফিলিস্তিনের সশস্ত্র গ্রুপ হামাস ইসরায়েলে রকেট হামলা অব্যাহত রেখেছে।

শুক্রবার তিন দিনের অস্ত্রবিরতির মেয়াদ শেষ হওয়ার পর নতুন করে এ সহিংসতা শুরু হয়।

পশ্চিম তীরেও উত্তেজনা বৃদ্ধি পেয়েছে। সেখানে বিক্ষোভকারীরা ইসরায়েলি সেনাদের সঙ্গে সংঘাতে জড়িয়ে পড়ে। এ পর্যন্ত সেখানে দুইজন ফিলিস্তিনি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ইসরায়েলি সেনাদের গুলিতে শুক্রবার একজন ও শনিবার আরেকজন নিহত হন।

চলমান সহিংসতায় এ পর্যন্ত ১৯৬০ জন নিহত হয়েছেন। এর মধ্যে ১৯০০ জনই ফিলিস্তিনি, যাদের অধিকাংশ শিশু-নারীসহ বেসামরিক নাগরিক।

(দ্য রিপোর্ট/ওএস/এইচএসএম/শাহ/আগস্ট ১০, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর