thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৫ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

বাসায় ফিরলেন মনতাজুর রহমান আকবর

২০১৪ আগস্ট ১১ ১৬:৩২:০৮
বাসায় ফিরলেন মনতাজুর রহমান আকবর

দ্য রিপোর্ট প্রতিবেদক : স্বনামধন্য চিত্রপরিচালক মনতাজুর রহমান আকবরকে হাসপাতাল থেকে বাসায় নিয়ে যাওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে ব্লাড প্রেসার বেড়ে যাওয়ায় তাকে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়।

বাসায় ফেরার আগ পর্যন্ত তিনি হাসপাতালের করোনারী কেয়ার ইউনিটে (সিসিইউ) চিকিৎসাধীন ছিলেন।

শারীরিক অবস্থা কিছুটা উন্নত হলে চিকিৎসকরা তাকে বাসায় নিয়ে যাওয়ার অনুমতি দেন। এ প্রসঙ্গে আকবর বলেন, ‘এখন ব্লাড প্রেসার প্রায় স্বাভাবিক। শনিবারই বাসায় নিয়ে যাওয়ার কথা ছিল। পরে আবার প্রেসার বাড়ায় রবিবার পর্যন্ত পর্যবেক্ষণে রেখেছিলেন চিকিৎসকরা।’

হাসপাতাল ছাড়ার আগে কীভাবে শারীরিক যত্ন নিতে হবে এবং কী কী ওষুধ খেতে হবে সে ব্যাপারেও নির্দেশনা দেওয়া হয়।

সোমবার দুপুরে তাকে বাসায় নিয়ে যাওয়া হয়। আপাতত কিছুদিন বিশ্রামেও থাকতে হবে। তাই সহসা কাজে ফিরছেন না এ নির্মাতা।

(দ্য রিপোর্ট/আইএফ/ডব্লিউএস/সা/আগস্ট ১১, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর