thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৮ জানুয়ারি ২০১৯, ৫ মাঘ ১৪২৫,  ১১ জমাদিউল আউয়াল ১৪৪০

তারেক মাসুদের স্বপ্নছোঁয়া স্মৃতি ধরে রাখাই আমাদের লক্ষ্য : হাবিবুর রহমান মাসুদ

২০১৪ আগস্ট ১৩ ০০:২০:২৫
তারেক মাসুদের স্বপ্নছোঁয়া স্মৃতি ধরে রাখাই আমাদের লক্ষ্য : হাবিবুর রহমান মাসুদ

মুহম্মদ আকবর, দ্য রিপোর্ট : তারেক মাসুদের সহোদর হাবিবুর রহমান মাসুদ বাবুসহ অন্য শুভানুধ্যায়ীদের প্রচেষ্টায় গড়ে উঠেছে তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্র। এর প্রতিষ্ঠাতা সভাপতি হাবিবুর রহমান মাসুদ বাবু। এ সংগঠনের মাধ্যমে তারা তারেক মাসুদের নানান ভাবনার বাস্তবায়ন করতে চান। ইতোমধ্যে সংগঠনটি মঞ্চে এনেছে সুইজি ব্রায়ানাটের ‘দ্য গেইম’ অবলম্বনে নাটক ‘আশ্চর্য সুন্দর এই বেঁচে থাকা’, যা দর্শকদের মনোযোগ কেড়েছে।

নাটকটি রূপান্তর, নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন ড. রুবাইয়াৎ আহমেদ। নাটকটির প্রযোজনা অধিকর্তা হাবিবুর রহমান মাসুদ বাবু দ্য রিপোর্টকে বলেন, ‘তারেক মাসুদের স্বপ্নছোঁয়া স্মৃতি ধরে রাখার পাশাপাশি সংস্কৃতির বিভিন্ন শাখায় আমাদের কার্যক্রমকে গতিশীল রাখার পরিকল্পনা নিয়ে এই সংগঠনটি প্রতিষ্ঠিত। লেখক শিবির সংগঠনের সাথে সংশ্লিষ্ট থাকার সময় তিনি দেশের সাধারণ মানুষের মধ্যে জনসচেতনতা বাড়ানোর জন্য পথনাটককে হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। তাই নাট্য প্রযোজনাসহ তিনি যে সব বিষয়ে সংশ্লিষ্ট ছিলেন যেমন- নাটক ও চলচ্চিত্র বিষয়ক ওয়ার্কশপ, চলচ্চিত্র প্রদর্শনী, সৃজনশীল লেখকদের রচনা থেকে পাঠচক্রসহ সাংস্কৃতিক উন্নয়ন, সৃজনশীল অনুষ্ঠান উপস্থাপন আমাদের মুখ্য উদ্দেশ্য।’

তিনি আরও বলেন, ‘নাটক, চলচ্চিত্র, চিত্রকলা, সঙ্গীত, নৃত্য, বাঙালি সংস্কৃতির বিভিন্ন বিষয়ে আমরা অব্যাহত রাখব আমাদের কার্যক্রমের ধারাবাহিকতায়। তারেক মাসুদের শিকড় সন্ধানী কার্যক্রম হবে আমাদের কাজের মূল বিষয়।’

তারেক মাসুদ সব সময় শিশুদের গুরুত্ব দিতেন। তিনি মনে করতেন, এদের সুন্দরভাবে গড়ে তুলতে পারলেই সুন্দর আগামী পাব আমরা। শুরু হবে নতুর পথচলা। তারেক মাসুদের এমন চিন্তার বাস্তবায়ন করবার জন্য তারেক মাসুদ সাংস্কৃতিক কেন্দ্রের উদ্যোগে একটি সাংস্কৃতিক বিদ্যালয় প্রতিষ্ঠা করা হবে বলে জানান হাবিবুর রহমান। এ সংগঠনের কাজ ধীরে ধীরে দেশের জেলা-উপজেলায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

(দ্য রিপোর্ট/এমএ/ডব্লিউএস/এজেড/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর