thereport24.com
ঢাকা, সোমবার, ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ৬ ফাল্গুন ১৪২৫,  ১২ জমাদিউস সানি ১৪৪০

এই তিন বছরে এক কদমও এগোইনি : মুন্নী সাহা

২০১৪ আগস্ট ১৩ ০২:২৫:০৪
এই তিন বছরে এক কদমও এগোইনি : মুন্নী সাহা

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রয়াত চিত্রগ্রাহক মিশুক মুনীরের তৃতীয় মৃত্যুবার্ষিকী বুধবার। মৃত্যুর আগ পর্যন্ত তিনি ছিলেন এটিএন নিউজের প্রধান নির্বাহী কর্মকর্তা। তারই এক সময়কার ছাত্রী ও পরে এটিএন নিউজের হেড অব নিউজ মুন্নী সাহা স্মৃতিচারণ করলেন শিক্ষক ও তার সহকর্মীকে নিয়ে।

তিনি বলেন, ‘অনেক বছর কানাডায় থাকার পরও তিনি বাংলাদেশ নিয়ে ভাবতেন। বাংলাদেশের জন্য কিছু করতে চেয়েছিলেন। কর্মস্থল পছন্দ না হলে মিশুক স্যার কাজ করতেন না। অন্য অনেক চ্যানেলই বাজারে ছিল। সবাই অনেক বেশি সম্মান, বেতন অফার করেছিল। কিন্তু তিনি রাজি হননি। আসলে মন না মিললে টাকা দিয়ে কিছু হয় না। এটিএন নিউজে তাকে আনার ক্রেডিটটা আমার। তিনি আমাকে অনেক কিছু শিখিয়েছেন। আমার সঙ্গে তার সিংক ছিল। আমি জানতাম স্যার কী চান? এটিএন নিউজে আসার পর তিনি ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা আর আমি হেড অব নিউজ। আমি ছিলাম ওনার ডান হাত।’

তিনি আরও বলেন, ‘তিনি শুধু ক্যামেরার বিষয়ে বুঝতেন, তা নয়। সাংবাদিকতার ভাষা কী হবে, তাও জানতেন। শুধু যন্ত্রপাতির সমস্যা দেখতেন না। স্ক্রিপ্ট যদি খারাপ হতো, তবে সেটা ঠিক করতে বলতেন। আর যদি সময় না থাকত, তবে ড্রপ করতেও বলেছেন। যে ৯ মাস তিনি আমাদের সঙ্গে ছিলেন, আমরা অনেক দূর এগিয়েছিলাম। তাকে হারানোর পর আমরা এ তিন বছরে এক কদমও এগোইনি।’

তিনি বলেন, ‘মিশুক স্যার একজন অসাধারণ মানুষ, লিডার, গুরু। তিনি থাকলে আমাদের অপচয় কম হতো, সম্প্রচার নীতিমালা নিয়ে এত ভাবতে হতো না, টিভি সাংবাদিকতার চেহারা পাল্টে যেতো।’

(দ্য রিপোর্ট/আইএফ/এজেড/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর