thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৭ জানুয়ারি ২০১৯, ৪ মাঘ ১৪২৫,  ১০ জমাদিউল আউয়াল ১৪৪০

যশোর বোর্ডে সেরা ২০-এ খুলনার ৮ কলেজ

২০১৪ আগস্ট ১৩ ১৫:৩২:০৯
যশোর বোর্ডে সেরা ২০-এ খুলনার ৮ কলেজ

খুলনা ব্যুরো : যশোর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় সম্মিলিত মেধা তালিকায় খুলনা সিটি কলেজ দ্বিতীয় স্থান অধিকার করেছে। এ কলেজের পাসের হার ৮৯ দশমিক ৭১। ৪৬৪ শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছেন। পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন ১১৭৯ শিক্ষার্থী।

যশোর বোর্ডের সেরা ২০ কলেজের মধ্যে খুলনার ৮ শিক্ষাপ্রতিষ্ঠান স্থান করে নিয়েছে। এদের মধ্যে খুলনা সিটি কলেজ দ্বিতীয় স্থান, মিলিটারি স্কুল অ্যান্ড কলেজ চতুর্থ, খুলনা পাবলিক কলেজ পঞ্চম, বঙ্গবন্ধু সরকারি কলেজ নবম, খুলনা সরকারি মহিলা মহাবিদ্যালয় একাদশ, কলেজিয়েট গার্লস স্কুল অ্যান্ড কলেজ দ্বাদশ, সরকারি পাইওনিয়ার মহিলা মহাবিদ্যালয় ত্রয়োদশ ও আজম থান কমার্স কলেজ অষ্টাদশ স্থান দখল করেছে।

দুপুর দেড়টার মধ্যে কলেজ ক্যাম্পাসে ফল আসার পর শিক্ষার্থী ও শিক্ষকদের মধ্যে আনন্দ-উল্লাস করতে দেখা যায়। একে অপরকে জড়িয়ে ধরে, কেউ বা মোবাইলে অন্যদের সুসংবাদটি জানাচ্ছিলেন।

খুলনা সিটি কলেজের অধ্যক্ষ গুলশানারা বেগম জানান, ছাত্রছাত্রী ও শিক্ষকদের সম্মিলিত প্রয়াসে তাদের শিক্ষাপ্রতিষ্ঠানের এ সফলতা।

গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ছাত্র গাজী হাসিবুর রহমান দ্য রিপোর্টকে জানান, তার সফলতার পিছনে মায়ের অবদান গুরুত্বপূর্ণ। অপরদিকে ভাল ফলের তালিকায় থাকা সাকিলা জানান, সবার প্রচেষ্টার ফলে তাদের এ সফলতা। সেরা ২০ কলেজের ৭টিই খুলনা মহানগরীর মধ্যে।

(দ্য রিপোর্ট/এটি/আসা/সা/আগস্ট ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর