thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ঢাবি শিক্ষার্থীদের জাপান সফর

২০১৩ ডিসেম্বর ০৪ ২০:০৯:৪৪
ঢাবি শিক্ষার্থীদের জাপান সফর

ঢাবি প্রতিবেদক : ‘জেনেসিস-২০’ কর্মসূচির আওতায় ৮ ডিসেম্বর ১০দিনের সফরে জাপানে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় জাপান স্টাডি সেন্টারের ১৯ জন শিক্ষার্থী।

ঢাকা ত্যাগের আগে শিক্ষার্থীরা বুধবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকের সঙ্গে সাক্ষাৎ করেন। তাদের সঙ্গে উপস্থিত ছিলেন জাপান স্টাডি সেন্টারের শিক্ষক শফিক-উজ-জামান ও আবদুল্লাহ আল মামুন।

এ সময় ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বিভিন্ন দেশের জনগণের সঙ্গে আন্তঃযোগাযোগ বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করে শিক্ষার্থীদের বলেন, ‘জাপানের সংস্কৃতির সঙ্গে যুক্ত হয়ে সফরকারী শিক্ষার্থীদের বিদেশি শিক্ষা ও সংস্কৃতি সম্পর্কে জানার চেষ্টা করতে হবে। বাংলাদেশের সংস্কৃতি ও ঐতিহ্য যথাযথভাবে বহির্বিশ্বে তুলে ধরতে হবে।’

উল্রেখ্য, জাপান সফরকালে শিক্ষার্থীরা বাংলাদেশের শিক্ষা, সংস্কৃতি ও আন্তঃধর্মীয় সম্প্রীতির চিত্র তুলে ধরবে।

(দ্য রিপোর্ট/জেএইচ/আইজেকে/এমডি/ডিসেম্বর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর