thereport24.com
ঢাকা, শনিবার, ২২ সেপ্টেম্বর ২০১৮, ৭ আশ্বিন ১৪২৫,  ১১ মহররম ১৪৪০

বঙ্গবন্ধু, যে নাম চেতনার অংশ বীরেন মুখার্জী

২০১৪ আগস্ট ১৫ ০২:৫৮:১৪
বঙ্গবন্ধু, যে নাম চেতনার অংশ
বীরেন মুখার্জী

জানে বহমান মধুমতি— সেই ইতিহাস, কত মহর্ষি দুপুর হেঁটে হেঁটে এসেছি এখানে। জানে রোদে পোড়া পিচপথ— তর্জনীর গর্জন, পরাধীনতার শৃঙ্খল ভাঙার দৃঢ় প্রত্যয় আর পলাশী থেকে বায়ান্ন ছুঁয়ে ঊনসত্তর-একাত্তর; কীভাবে গড়িয়েছে স্রোতের জলধারা পদ্মা-মেঘনা-যমুনায়। জানে বাংলার প্রতিটি গোপন পথ— অসীম স্বপ্নে কে এনেছিল দুর্বিনীত ভোর কিংবা জানে অসংখ্য গিরিপথ, সবুজ-পাতা, শস্যকণা— কোন বজ্রকণ্ঠ নির্দেশক আজও আমার সত্তায়।

অথচ সেই রাতে থেমে গিয়েছিল ঘুম-পাখির শিষ, কাঁদতে ভুলে গিয়েছিল নবজাতক, ঘাতক সীসায় মৃত্যু হয়েছিল আমারও, ভেঙে গিয়েছিল সঞ্চয়ের দূরতম স্বপ্ন। কিন্তু ঘাতকেরা জানতো না, পিতার সে নাম মুছে ফেলার নয়। যে নাম মিশে থাকে রক্ত-মজ্জায়— আদর্শ আর চেতনায়।

পাঠকের মতামত:

SMS Alert

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা এর সর্বশেষ খবর

বঙ্গবন্ধুকে নিবেদিত কবিতা - এর সব খবররে