thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ডেলের নতুন ট্যাব ‘ভেন্যু’

২০১৩ অক্টোবর ০৪ ১৬:৪৮:১১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
ডেলের নতুন ট্যাব ‘ভেন্যু’

দি রিপোর্ট২৪ প্রতিবেদক : ‘ভেন্যু’ নামে নতুন সিরিজে চারটি মডেলের ট্যাবলেট কম্পিউটার বাজারে আনার ঘোষণা দিয়েছে ডেল। চারটি ট্যাবলেটের মধ্যে দুটি অ্যান্ড্রয়েডনির্ভর ও দুটি উইন্ডোজনির্ভর।

উইন্ডোজনির্ভর ৮ ইঞ্চি ও ১১ ইঞ্চি মাপের ট্যাব দুটিকে বিশ্বের সবচেয়ে পাতলা উইন্ডোজ ট্যাব হিসেবে দাবি করেছে ডেল কর্তৃপক্ষ। ট্যাব দুটির পুরুত্ব ৯ মিলিমিটারের চেয়ে কম। ভেন্যু ৮ প্রো’র দাম হবে ২৯৯ মার্কিন ডলার আর ১১ ইঞ্চি মাপের ট্যাবের হবে ৪৯৯ মার্কিন ডলার।
অ্যান্ড্রয়েডনির্ভর ট্যাবলেট দুটির দাম হবে ১৪৯ মার্কিন ডলার ও ১৭৯ মার্কিন ডলার।
ডেল কর্তৃপক্ষ আরও জানায়, প্রতিটি মডেলের ট্যাবলেটে ইনটেলের দ্রুতগতির ‘বে ট্রেইল’ চিপ ব্যবহার করা হয়েছে। এ ছাড়াও ট্যাবগুলোতে উচ্চ রেজুলেশনের আইপিএস প্রযুক্তির এলসিডি স্ক্রিন রয়েছে। এর ব্যাটারিতে দীর্ঘক্ষণ চার্জ থাকবে।

(রিপোর্ট২৪ ডেস্ক/এমএআর/জেএম/অক্টোবর ০৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

M

M

SMS Alert

এর সর্বশেষ খবর

- এর সব খবর