thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

কমছে রেমিট্যান্স পাঠানোর ফি

২০১৩ অক্টোবর ২৩ ১৮:১৭:৩৯ ০০০০ 00 ০০ ০০:০০:০০
কমছে রেমিট্যান্স পাঠানোর ফি
দিরিপোর্ট২৪ প্রতিবেদক : বিদেশে কর্মরত স্বল্প আয়ের প্রবাসীদের রেমিট্যান্স পাঠানোর ফি কমানোর উদ্যোগ নিচ্ছে সরকার। এ লক্ষ্যে ভর্তুকি দেয়ার চিন্তাভাবনা করছে। এ জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বাংলাদেশ ব্যাংককে নির্দেশনা দিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রীর সভাপতিত্বে রেমিট্যান্স প্রবাহ, দক্ষতা উন্নয়ন এবং জনশক্তি রফতানিবিষয়ক মন্ত্রিসভা কমিটির বৈঠকে এসব সিদ্ধান্ত নেয়া হয়।

বৈঠকে আরো বলা হয়, কর্মসংস্থানের জন্য বিদেশে গমনেচ্ছুদের রেজিস্ট্র্রেশন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার। এছাড়া জনশক্তির দক্ষতা বাড়াতে সরকারি প্রশিক্ষণ কেন্দ্রগুলোকে শ্রম মন্ত্রণালয়ের আওতায় আনার উদ্যোগ নেয়া হচ্ছে।

কমিটির এটিই ছিল প্রথম বৈঠক। বৈঠকে কমিটির ৯ সদস্যের মধ্যে অর্থমন্ত্রী, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থাপন মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন এবং নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান উপস্থিত ছিলেন। এছাড়া বৈঠকে মন্ত্রিপরিষদ বিভাগের সিনিয়র সচিব, অর্থসচিব, শ্রমসচিব, বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(দিরিপোর্ট২৪/ডব্লিউএস/এমডি/অক্টোবর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

প্রবাস কথা এর সর্বশেষ খবর

প্রবাস কথা - এর সব খবর