thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

ব্যাংকের স্বতন্ত্র পে-স্কেল বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না

২০১৩ ডিসেম্বর ০৮ ১৭:৩১:৪৯
ব্যাংকের স্বতন্ত্র পে-স্কেল বর্তমান সরকারের মেয়াদে হচ্ছে না

দ্য রিপোর্ট জ্যেষ্ঠ প্রতিবেদক : বর্তমান সরকারের এই মেয়াদে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা-কর্মচারিদের জন্য স্বতন্ত্র এবং রাষ্ট্রায়ত্ত চারটি বাণিজ্যিক ব্যাংকের জন্য অভিন্ন পে-স্কেল হচ্ছে না।

রোববার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

তিনি বলেন, ‘পে-স্কেল বাস্তবায়নে সচিব কমিটি ও প্রধানমন্ত্রীর সম্মতি পাওয়া গেলেও এ সংক্রান্ত পরিপত্র জারি করতে গিয়ে দেখা গেল যে, বাংলাদেশ ব্যাংকের স্বতন্ত্র কাঠামো বাস্তবায়নে আইনগত একটু জটিলতা আছে। বর্তমান অন্তর্বর্তী সরকারের সময়ে এটা করা সম্ভব নয়। তাই আগামীতে যে সরকার-ই আসুক না কেন, ওই নতুন সরকারের আমলেই সেটি বাস্তবায়িত হবে।’

গ্রামীণ ব্যাংকের বিধিমালা প্রণয়ন প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, ‘আইনটি যেহেতু পাস হয়ে গেছে, তাই বিধিমালা প্রণয়নে বাধা নেই। আইন মন্ত্রণালয় বিধিমালা প্রণয়ন করছে। বিষয়টি যেহেতু জরুরি, আমি মন্ত্রণালয়কে বলেছি যত দ্রুত সম্ভব বিধিমালা প্রণয়নের জন্য।’

গ্রামীণ কমিশনের চূড়ান্ত প্রতিবেদন প্রসঙ্গে তিনি বলেন, ‘কমিশন একটি চূড়ান্ত প্রতিবেদন দেবে। তবে ড, ইউনূস সহযোগিতা না করায় গ্রামীণ ব্যাংকের সহযোগী ৫৪টি প্রতিষ্ঠান প্রসঙ্গে কমিশন খুব বেশি কিছু পায়নি ।’

দ্য রিপোর্ট২৪ডটকম / এস আর /শব্দ সংখ্যা ১৫১/ ০৮ ডিসেম্বর, ২০১৩

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর