thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৩ জমাদিউস সানি ১৪৪০

‘ঠাণ্ডা মাথায় খেললে জয় অসম্ভব ছিল না’

২০১৪ সেপ্টেম্বর ২৬ ১৭:৪৯:১১
‘ঠাণ্ডা মাথায় খেললে জয় অসম্ভব ছিল না’

১৭তম এশিয়ান গেমসে বৃষ্টিবিঘ্নিত ম্যাচে পাকিস্তানের কাছে ৪ রানে হেরে স্বর্ণপদক হাতছাড়া হয়েছে প্রমীলা ক্রিকেটারদের। যে টার্গেট ছিল তাতে ঠাণ্ডা মাথায় খেললে জয় অসম্ভব ছিল না বলে ম্যাচ শেষে মন্তব্য করেছেন বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন।

পাকিস্তানের মেয়েরা যেখানে স্বর্ণ জয়ের উৎসব করেছেন, সেখানে চোখের জলে মাঠ ছেড়েছেন বাংলাদেশের মেয়েরা। বৃষ্টির কারণে ৭ ওভারে ৪৩ রানের টার্গেট ছিল সালমাদের সামনে। এ লক্ষ্য তাড়া করতে গিয়ে ৯ উইকেট হারিয়ে ৩৮ রান করতে পেরেছেন প্রমীলা ক্রিকেটাররা। ম্যাচ শেষে বাংলাদেশ অধিনায়ক সালমা বলেছেন, ‘ম্যাচটা আমাদের হাতেই ছিল। ঠাণ্ডা মাথায় খেললে জয় পাওয়া যেত। অসম্ভব ছিল না। টার্গেটটা মোটেও কঠিন ছিল না। আমাদের ভুলে স্বর্ণপদক হাতছাড়া হয়েছে।’

বৃষ্টি শুরুর পরই কম ওভারে খেলার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছিলেন লাল-সবুজ শিবিরের ক্রিকেটাররা। কিন্তু অভিজ্ঞতার কাছে হেরেছেন তারা। এমনটাই যুক্তি ছিল সালমার। তিন বলেছেন, ‘গত আসরে অনেক ব্যবধানে হেরেছিলাম। এবার আমাদের একটা সুযোগ ছিল। ৫ ওভারের মতো খেলা হতে পারে, বৃষ্টি শুরু হওয়ার পর এমন টার্গেট নিয়েছিলাম আমরা। ৭ ওভারে ৪৩ রানের যে টার্গেট ছিল, তা আমাদের মতো টিমের জন্য সম্ভব। এ ধরনের অভিজ্ঞতা আমাদের কখনও হয়নি। এমন পজিশনে কেমন খেলতে হয় এটাও আমাদের জানা ছিল না।’

তিনি আরও বলেছেন, ‘আমি আর পিংকি যখন আউট হয়ে গেছি, তখনই আসলে খেলাটা হাতছাড়া হয়ে গেছে। উইকেট চলে যাওয়াতে আমাদের বেশি সমস্যা হয়েছে। প্রথম ওভারে ১০ রান নেওয়ার পর আর চার্জ করার দরকার ছিল না। ব্যাটসম্যানদের এমনই বলা ছিল। সিঙ্গেলসের ওপর খেলার কথা ছিল। খেলোয়াড়রা বেশি একসাইটেড ছিল। এটাই হারের বড় কারণ।’

(দ্য রিপোর্ট/ওআইসি/সিজি/এজেড/সেপ্টেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর