thereport24.com
ঢাকা, শনিবার, ২০ আগস্ট ২০২২, ৫ ভাদ্র ১৪২৯,  ২২ মহররম 1444

তিন কোম্পানির দর বাড়ার কারণ নেই!

২০১৩ ডিসেম্বর ১০ ১১:৫৩:০৬
তিন কোম্পানির দর বাড়ার কারণ নেই!

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকহারে শেয়ার দর বাড়ার পেছনে কোনও কারণ নেই বলে পুঁজিবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে। কোম্পানি তিনটি হলো- চামড়া খাতের সমতা লেদার, প্রকৌশল খাতের আনোয়ার গ্যালভানাইজিং এবং আজিজ পাইপস। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বিগত কয়েক কার্যদিবসে তিন কোম্পানির শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার পেছনে কি কারণ রয়েছে তা জানতে চেয়ে চিঠি পাঠায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ (সিএসই) কর্তৃপক্ষ। জবাবে মঙ্গলবার এ তিন কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে যে, সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নাই।

ডিএসই থেকে প্রাপ্ত তথ্যে দেখা গেছে, গত ২ ডিসেম্বর থেকে একটানা বাড়ছে সমতা লেদারের শেয়ার দর। গত ৫ কার্যদিবসে এ শেয়ারের দর ৪২ শতাংশ বা ৬ টাকা বেড়েছে।

উত্থান-পতন মিলিয়ে গত এক মাসে (২১ কার্যদিবস) আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৫৮ শতাংশ বা ১২.৫ টাকা বেড়েছে।

এদিকে স্বাভাবিক উত্থান পতন শেষে গত দুই কার্যদিবস আজিজ পাইপসের শেয়ার দর প্রায় ৪ টাকা বা ২৩ শতাংশ বেড়েছে।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর