thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

ক্রয় কমিটিতে চারটি প্রস্তাব অনুমোদন

২০১৩ ডিসেম্বর ১০ ১৪:৪৩:৩৩
ক্রয় কমিটিতে চারটি প্রস্তাব অনুমোদন

দ্য রিপোর্ট, জ্যেষ্ঠ প্রতিবেদক : ৫০ হাজার মেট্রিকটন গম আমদানিসহ চারটি ক্রয় প্রস্তাব অনুমোদন করেছে সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা।

মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সভায় সভাপতিত্ব করেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব নূরুল করিম সাংবাদিকদের জানান, প্রতি টন গমের ক্রয় মূল্য হচ্ছে ৩১৩ দশমিক ৯২ ডলার। সে হিসাবে ৫০ হাজার টন গম আমদানিতে মোট ব্যয় হবে ১২৩ কোটি ৯৯ লাখ ৮৪ হাজার টাকা। সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান মেসার্স ভিটল এশিয়া প্রাইভেট লিমিটেড এই গম সরবরাহ করবে।

ক্রয় কমিটির বৈঠকে অনুমোদিত অপর তিনটি প্রস্তাবের মধ্যে রয়েছে- ‘এডিবির দ্বিতীয় পিএফআরের আওতায় বাংলাদেশ রেলওয়ে উন্নয়ন’ শীর্ষক আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক নির্বাচন এবং চট্টগ্রাম ও মংলা বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিকটন করে মোট ৫০ হাজার মেট্রিকটন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানির পৃথক দুটি প্রস্তাব।

নূরুল করিম জানান, রেলওয়ের আমব্রেলা প্রকল্পের সুপারভিশন পরামর্শক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে যৌথভাবে অস্ট্রেলিয়ার প্রতিষ্ঠান এসএমইসি ইন্টারন্যাশনাল, টেনারেল কনসালটেন্ট ও এসএই কনসালটেন্ট বাংলাদেশ। এতে ব্যয় হবে ২৭ কোটি ২৯ লাখ ৭৪ হাজার টাকা।

এছাড়া চট্টগ্রাম বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিকটন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানিতে মোট ব্যয় হবে ৭৫ কোটি ১৪ লাখ ৬৪ হাজার টাকা এবং প্রতি টন সারের মূল্য হচ্ছে ৩৮৩ দশমিক ৪০ ডলার।

অন্যদিকে মংলা বন্দরের মাধ্যমে ২৫ হাজার মেট্রিকটন ব্যাগড প্রিল্ড ইউরিয়া সার আমদানিতে মোট ব্যয় হবে ৭৫ কোটি ৯১ লাখ টাকা এবং প্রতি টন সারের মূল্য হচ্ছে ৩৮৭ দশমিক ৩০ ডলার।

আমদানিতব্য এই সার চীন, ইন্দোনেশিয়া ও ইরান থেকে আসবে বলে এক প্রশ্নের জবাবে জানান অতিরিক্ত সচিব।

(দ্য রিপোর্ট / এস আর /নূরু/শাহ/এমডি/ ডিসেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর