thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

বিকল্প জোট হচ্ছে

২০১৩ অক্টোবর ২৪ ১২:৪৪:০২ ০০০০ 00 ০০ ০০:০০:০০
বিকল্প জোট হচ্ছে
আমানউল্লাহ আমান, দিরিপোর্ট২৪ : আওয়ামী লীগ নেতৃত্বাধীন ক্ষমতাসীন মহাজোট ও বিএনপি নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের বাইরে বিকল্প শক্তি হিসেবে ছোট রাজনৈতিক দলগুলো নিয়ে জোট গঠনের চেষ্টা চলছে। ড. কামাল হোসেন, অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী এবং মাহমুদুর রহমান মান্না নতুন এই জোট গঠনের নেপথ্যে কাজ করছেন বলে জানা গেছে।

সূত্র জানায়, গণফোরাম, বিকল্পধারা, নাগরিক ঐক্য, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি), কৃষক শ্রমিক জনতা লীগ, বাসদ, সিপিডি এবং ইসলামী আন্দোলন- এই দলগুলো নিয়ে নতুন জোট গঠনের প্রক্রিয়া চলছে। গণফোরামের নেতা ড. কামাল হোসেন দেশে ফিরলেই নতুন এই জোটের আত্মপ্রকাশ ঘটতে পারে।

এ বিষয়ে সাবেক রাষ্ট্রপতি ও বিকল্পধারা বাংলাদেশের চেয়ারম্যান অধ্যাপক একিউএম বদরুদ্দোজা চৌধুরী দিরিপোর্ট২৪কে বলেন, ‘আমরা জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছি। আমাদের জোটের অন্যতম নেতা ড. কামাল হোসেন দেশের বাইরে অবস্থান করায় বৈঠক করতে পারিনি। আগামী ২৭ অক্টোবর তিনি দেশে ফেরার পর এই বিষয়ে সিদ্ধান্ত হতে পারে।’

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সভাপতি আ স ম আবদুর রব দিরিপোর্ট২৪কে বলেন, ‘জোট গঠনের প্রক্রিয়া জোরেসোরেই চলছে। জোটের পরিধি বাড়ানোর চেষ্টা চলছে। অচিরেই নতুন জোটের আত্মপ্রকাশ ঘটবে।’

নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না দিরিপোর্ট২৪কে বলেন, ‘জোট গঠনের জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী দিরিপোর্ট২৪কে বলেন, ‘জোট গঠনের প্রক্রিয়া চলছে।’ জোট গঠনের দেরি হচ্ছে কেন- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘একটি শিশু মায়ের গর্ভে আসার ৯ মাস ১০ দিন পর ভূমিষ্ঠ হয়।’

জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন দিরিপোর্ট২৪কে বলেন, ‘বেশ কিছুদিন জোট গঠনের বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়নি। ড. কামাল হোসেন দেশের বাইরে অবস্থান করছেন। তিনি ফিরলেই জোট গঠনের বিষয়ে চূড়ান্ত আলোচনা হতে পারে।’

(দিরিপোর্ট২৪/এএ/জেএম/অক্টোবর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর