thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১১ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

‘জয় হলো রে জয় হলো, তারুণ্যের জয় হলো’

২০১৩ ডিসেম্বর ১৩ ০২:০০:৫৭
‘জয় হলো রে জয় হলো, তারুণ্যের জয় হলো’

ঢাবি প্রতিবেদক : আবেগে কারো চোখ অশ্রু সজল। কেউ নাচছেন। কেউবা আনন্দে জড়িয়ে ধরছেন অন্যকে। সবার চোখেমুখে উল্লাস। বিজয়ীর পরিতৃপ্তি। একাত্তরের মানবতাবিরোধী অপরাধে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পর শাহবাগের গণজাগরণ মঞ্চের চিত্র ছিল এমনই।

ফাঁসি কার্যকরের ঘোষণা মাইকে দেওয়ার পর পরই ‘জয় বাংলা’ শ্লোগান দিয়ে উল্লাসে ফেটে পড়েন সমবেত জনতা। বিজয়সূচক ‘ভি চিহ্ন’ দেখিয়ে শ্লোগানে শ্লোগানে মুখরিত হয় পুরো শাহবাগ।

এরপরই শুরু হয় আনন্দ মিছিল। ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি মোড় ঘুরে শাহবাগে এসে আবারো শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে ওঠে যাদুঘরের সামনের রাস্তা। ‘জয় হলো রে জয় হলো, তারুণ্যের জয় হলো’, ‘এই মাত্র খবর এল, কাদের মোল্লার ফাঁসি হলো’, ‘আমার সোনার বাংলায়, রাজাকারের ঠাঁই নাই’, ‘শিবির তুই দেখে যা, শাহবাগের ক্ষমতা’ এসব শ্লোগানে ভেঙে যায় রাতের নিস্তব্ধতা।

রাত সোয়া এগারোটায় গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার আনুষ্ঠানিকভাবে অবস্থান কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।

এদিকে ফাঁসির খবর শোনার পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল থেকে আনন্দ মিছিল বের করে শিক্ষার্থীরা। খণ্ড খণ্ড মিছিল নিয়ে পুরো ক্যাম্পাস ঘুরে বেড়ান তারা।

(দ্য রিপোর্ট/জেএইচ/এইচএস/এমডি/ ডিসেম্বর ১৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শিক্ষা এর সর্বশেষ খবর

শিক্ষা - এর সব খবর