thereport24.com
ঢাকা, শনিবার, ১৬ ফেব্রুয়ারি ২০১৯, ৩ ফাল্গুন ১৪২৫,  ১০ জমাদিউস সানি ১৪৪০

হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত

২০১৪ নভেম্বর ২৬ ১৬:০৮:৩৬
হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত

বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ সময় বিকেল ৩টা ২০ মিনিটে এ বৈঠক অনুষ্ঠিত হয় বলে দ্য রিপোর্টকে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডেপুটি প্রেস সেক্রেটারি আশরাফুল আলম খোকন। কাঠমান্ডুর হোটেল ক্রাউন প্লাজায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় ৩টা ৪০ মিনিটে।

বৈঠকে উপস্থিত ছিলেন—বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

বৈঠকের আলোচ্য বিষয় নিয়ে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টার দিকে কাঠমান্ডুর হোটেল রেডিসনের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী।

শুরুতে শেখ হাসিনার সঙ্গে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বৈঠকটি বাংলাদেশের প্রধানমন্ত্রীর নির্ধারিত সূচিতে ছিল না। তালিকায় ছিল প্রধানমন্ত্রী বিশ্রাম শেষে বেলা ৩টা ৫০ মিনিটে নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালা, ৪টা ৪০ মিনিটে আফগানিস্তানে প্রেসিডেন্ট আশরাফ ঘানি এবং ৫টায় মালদ্বীপের প্রেসিডেন্ট আবদুল্লাহ ইয়ামিন আব্দুল গাইয়ুমের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন।

বৈঠক শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নেপালের প্রধানমন্ত্রী সুশীল কৈরালার দেওয়া নৈশভোজে অংশ নেবেন।

(দ্য রিপোর্ট/সাআ/জেএম/সা/নভেম্বর ২৬, ২০১৪)

পাঠকের মতামত:

SMS Alert

সার্ক সম্মেলন এর সর্বশেষ খবর

সার্ক সম্মেলন - এর সব খবর