thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

খুলনা মুক্ত দিবস ১৭ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ১৭ ১৫:১৫:৫৮
খুলনা মুক্ত দিবস ১৭ ডিসেম্বর

খুলনা সংবাদদাতা : ১৭ ডিসেম্বর খুলনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এ দিনে হানাদারমুক্ত হয় খুলনা।

এদিন খুলনা সার্কিট হাউস ময়দানে মিত্রবাহিনী মেজর জেনারেল দলবীর সিংয়ের কাছে পাক বাহিনীর ব্রিগেডিয়ার হায়াৎ খান আত্মসমর্পণ করেন। আর এর মধ্য দিয়ে খুলনা উদীত হয় স্বাধীনতার সূর্য।

পাক বাহিনীর খুলনা অঞ্চলের প্রধান ব্রিগেডিয়ার হায়াৎ খানের প্রধান কার্যালয় ছিল খুলনা নিউজপ্রিন্ট মিল। সেখানে বসে পাক বাহিনী ও মিত্র বাহিনীর আলোচনার পর সার্কিট হাউস ময়দানে এসে আত্মসমর্পন করে পাক বাহিনী। এ সময় ৯নং সেক্টর কমান্ডার মেজর জলিল উপস্থিত ছিলেন।

তবে খুলনা যুদ্ধের নয় মাসে পাক বাহিনী খুলনায় রেখে যায় তাদের ধ্বংসযজ্ঞের চিহ্ন। তারা খুলনার প্রধান প্রধান স্থাপনা ধ্বংস করে। নির্যাতন চালায় সাধারণ মানুষদের ওপর।

(দ্য রিপোর্ট/এটি/কেএন/এএস/রাসেল/ডিসেম্বর ১৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিজয়ের মাস এর সর্বশেষ খবর

বিজয়ের মাস - এর সব খবর