thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

ফার্স্ট কনভার্টেড মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ডিড অনুমোদন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:২২:০৪
ফার্স্ট কনভার্টেড মিউচ্যুয়াল ফান্ডের ট্রাস্টি ডিড অনুমোদন

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘আইসিবি এএমসিএএল ফার্স্ট কনভার্টেড ইউনিট ফান্ড’ নামে একটি বে-মেয়াদি (ওপেন এন্ড) মিউচ্যুয়াল ফান্ডের খসড়া ট্রাস্ট ডিড এবং খসড়া ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট এগ্রিমেন্ট অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি। বুধবার কমিশনের ৫০৩তম সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ট্রাস্ট ডিডটি রেজিস্ট্রেশন অ্যাক্ট, ১৯০৮-এর অধীনে নিবন্ধন হওয়া সাপেক্ষে আলোচ্য মিউচ্যুয়াল ফান্ডের নিবন্ধন প্রদান করা হবে মর্মে সভায় সিদ্ধান্ত গৃহীত হয়।

উল্লেখ্য, ‘আইসিবি এএমসিএএল ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ডটি’ কনভার্সন প্রক্রিয়া অবলম্বনের মাধ্যমে মেয়াদী ফান্ড (ক্লোজ এন্ড) হতে রূপান্তরিত হয়ে বে-মেয়াদী (ওপেন এন্ড) হিসাবে ‘আইসিবি এএমসিএএল ফার্স্ট কনভার্টেড মিউচ্যুয়াল ফান্ড’ হিসাবে পরিচালিত হবে।

ফান্ডটির আকার ৫০ কোটি টাকা এবং গঠনগত দিক দিয়ে এটি বর্ধিঞ্চু বিনিয়োগ স্কিম (গ্রোথ ফান্ড) হিসাবে পরিচালিত হবে।

ফান্ডটির স্পন্সর আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট লিমিটেড এবং ফান্ড ব্যবস্থাপক আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি লিমিটেড।

(দ্য রিপোর্ট/এআর/এইচকে/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর