thereport24.com
ঢাকা, শুক্রবার, ১৯ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১০ শাওয়াল 1445

ধীরগতিতে চলছে ই-টিআইএন রেজিস্ট্রেশন

২০১৩ ডিসেম্বর ১৮ ১৯:৪৩:৩১
ধীরগতিতে চলছে ই-টিআইএন রেজিস্ট্রেশন

দ্য রিপোর্ট প্রতিবেদক : দেশের রাজনৈতিক অস্থিতিশীলতাসহ নানা কারণে ধীরগতিতে চলছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর)‘ইলেকট্রনিক কর সনাক্তকারী নম্বর’(ই-টিআইএন) রেজিস্ট্রেশন কার্যক্রম। পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১ ডিসেম্বর রেজিস্ট্রেশন কার্যক্রম শেষ হওয়ার কথা থাকলেও এখনো লক্ষ্যমাত্রার চেয়ে অনেক পিছিয়ে আছে এ কার্যক্রম।

এনবিআর সূত্রে জানা যায়, দেশে ১৭ লাখের মত নিয়মিত করদাতা রয়েছে। ওই করদাতাদের ই-টিআইএন-এর আওতায় আনতে ১ জুলাই থেকে কাজ শুরু করেছে এনবিআর। কিন্তু বুধবার বিকেল পর্যন্ত ই-টিআইএন রেজিস্ট্রেশন করেছে প্রায় ৯ লাখ (৮ লাখ ৯৬ হাজার) করদাতা। এর মধ্যে নতুন করদাতার সংখ্যা হল- ১ লাখ ৬৭ হাজার। পুরান করদাতা পুনরায় নিবন্ধিত হয়েছেন এমন সংখ্যা ৭ লাখ ২৩ হাজার। অর্থাৎ লক্ষ্য পূরণ হতে আরও প্রয়োজন ৭ লাখ ৪ হাজার করদাতার। ২৫ নভেম্বর পর্যন্ত করদাতার সংখ্যা ছিল ৭ লাখ ৬৬ হাজার ৫শ ৪০ জন ।

এনবিআর সূত্রে আরও জানা গেছে, কর সেবা বৃদ্ধি করার লক্ষ্য নিয়ে ই-টিআইএন রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু করা হলেও রাজনৈতিক প্রতিকূল পরিস্থিতিসহ আরও কয়েকটি প্রতিবন্ধকতার কারণে এই রেজিস্ট্রেশন ধীর গতিতে চলে।

এনবিআর’র কর বিভাগের দ্বিতীয় সচিব দুলাল চন্দ্র পান্ডে বলেন, নানা কারণে লক্ষ্য পূরণে বাধার সম্মুখীন হতে হয়েছে। তবে ১০ লাখ করদাতাকে ই-টিআইএন’র আওতায় আনতে পারলে সন্তুষ্ট হওয়া যাবে।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ফাইনান্স কর্পোরেশনের (আইএফসি) আর্থিক ও কারিগরি সহায়তায় টিন ডাটাবেস অটোমোশনের এ নতুন সিস্টেম বাস্তবায়ন করছে এনবিআর। এ পোর্টাল এখন জাতীয় নির্বাচন কমিশনের ডাটাবেজের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। এর ফলে আবেদনকারী জয়েন্ট স্টক কোম্পানির কিংবা এককভাবে কর প্রদান করছেন তা পোর্টাল যাচাই-বাছাই করতে সক্ষম।

(দ্য রিপোর্ট/এএইচএস/এপি/নূরু/ডিসেম্বর ১৮, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

অর্থ ও বাণিজ্য এর সর্বশেষ খবর

অর্থ ও বাণিজ্য - এর সব খবর