thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

প্রথম দিনটা ভারতের

২০১৩ ডিসেম্বর ১৯ ১০:৫৬:০১
প্রথম দিনটা ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক : জোহানেসবার্গে সিরিজের প্রথম টেস্টে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টস জিতে ব্যাটিং করতে নেমে বিরাট কোহলির সেঞ্চুরিতে প্রথম দিন শেষে ৫ উইকেটে ২৫৫ রান করেছে ভারত।

শচিনের জায়গায় ব্যাটিং করতে নামা কোহলি শেষ পর‌্যন্ত থেমেছেন ১১৯ রানে। তবে ভারতের শুরুটা ভালো হয়নি। দলীয় ২৪ রানেই তারা হারিয়েছে মুরালি বিজয়(৬) ও শেখর ধাওয়ানকে(১৩)। তবে পুজারা-কোহলির ৮৯ রানের জুটিতে প্রাথমিক ধাক্কা সামলেছে ধোনির দল।

ভালো খেলতে থাকা চেতেশ্বর পুজারা ব্যক্তিগত ২৫ রানে দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়েছেন। তবে অন্য প্রান্তে থিতু হয়ে থাকা কোহলি রোহিত শর্মাকে(১৪) নিয়ে ৩৮ এবং আজিঙ্ক্য রাহানের সঙ্গে ৬৮ রানের জুটি গড়েছেন। দলীয় ২১৯ রানের মাথায় জ্যাক ক্যালিসের শিকারে পরিণত হয়েছেন। অবশ্য এর আগে তুলে নিয়েছেন ক্যারিয়ারের চতুর্থ টেস্ট সেঞ্চুরি। অপর প্রান্তে টেস্ট অভিষিক্ত রাহানে ৪৩ রানে ও অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি ১৭ রানে অপরাজিত রয়েছেন ।

স্টেইন, ফিল্যান্ডার, মরকেল ও ক্যালিস একটি করে উইকেট নিয়েছেন।

(দ্য রিপোর্ট/এমআই/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর