thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১ জুন ২০২৩, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০,  ১২ জিলকদ  ১৪৪৪

রাজনীতির মাঠে কনকচাঁপা

২০১৩ অক্টোবর ২৬ ০৯:৫৭:৫০ ০০০০ 00 ০০ ০০:০০:০০
রাজনীতির মাঠে কনকচাঁপা
সিরাজগঞ্জ সংবাদদাতা : কণ্ঠশিল্পী ও বিএনপি নেত্রী কনকচাঁপা বলেছেন, ‘দেশের জনগণের দাবি আদায়ের জন্য রাজপথে নেমেছি। দেশের মানুষের আজ একটাই দাবি- নির্দলীয় সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন।’

শুক্রবার বিকালে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে জেলা ১৮ দলীয় জোটের সমাবেশে তিনি এ কথা বলেন।

কনকচাঁপা বলেন, ‘নির্দলীয় সরকারের দাবি বাস্তবায়নের জন্য বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশের মানুষকে রাজপথে নামার আহ্বান করেছেন। তাই সঙ্গীতের সাগর ছেড়ে আমি রাজপথে নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকব।’

তিনি বলেন, ‘সিরাজগঞ্জ জেলায় আমার বাড়ি। এই জেলার মানুষের জন্য কাজ করতে মাঠে নেমেছি।’

(দিরিপোর্ট২৪/ওএস/এএস/অক্টোবর ২৬, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর