thereport24.com
ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল 24, ৩ বৈশাখ ১৪৩১,  ৮ শাওয়াল 1445

সিনো বাংলার দর বাড়ার কারণ নেই

২০১৩ ডিসেম্বর ১৯ ১২:৪৮:২৯
সিনো বাংলার দর বাড়ার কারণ নেই

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাম্প্রতিক সময়ে শেয়ার দর অস্বাভাবিকহারে বাড়ার কোনও কারণ নেই বলে জানিয়েছে বিবিধ খাতের সিনো বাংলা ইন্ডাস্ট্রিজ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সামান্য মূল্য সংশোধনসহ গত ১২ কার্যদিবসে সিনো বাংলার শেয়ার দর ৩৮ শতাংশ বা ৮ টাকা বেড়েছে। এছাড়া গত তিন কার্যদিবস একটানা বেড়েছে এ শেয়ারের দর। এ প্রেক্ষাপটে কী কারণে শেয়ার দর বাড়ছে, তা জানতে চায় ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। জবাবে বৃহস্পতিবার কোম্পানির পক্ষ থেকে শেয়ার দর বাড়ার কোনও কারণ নেই বলে জানানো হয়েছে।

সিনো বাংলার পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। ২০১৩ সালের ৩১ জুলাই শেষ হওয়া প্রথম প্রান্তিকের (মে’-জুলাই’১৩) আর্থিক প্রতিবেদন অনুযায়ী সিনো বাংলার কর পরবর্তী মুনাফা ৬৭ লাখ ৬০ হাজার টাকা এবং শেয়ারপ্রতি আয় (ইপিএস) ০.৩৪ টাকা। আগের বছরের একই সময়ে যা ছিল যথাক্রমে ৬৯ লাখ ৯০ হাজার টাকা এবং ০.৩৪ টাকা।

বর্তমানে এ শেয়ারের মূল্য আয় অনুপাত (পিই রেশিও) ৪৪.৩৮।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ১৯, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর