thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৬ শাওয়াল 1445

সাপ্তাহিক গেইনারে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

২০১৩ ডিসেম্বর ২০ ১৬:২৪:৩৪
সাপ্তাহিক গেইনারে সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া অধিকাংশ কার্যদিবসে শেয়ার দর বাড়ায় সাপ্তাহিক গেইনার তালিকার শীর্ষে উঠে এসেছে বিবিধ খাতের সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ। সপ্তাহ শেষে এ শেয়ারের দর বেড়েছে ২৬.৩৪ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত ১২ ডিসেম্বর ২৪ টাকা থেকে একটানা বেড়ে সর্বশেষ গত বৃহস্পতিবার ৩১ টাকায় লেনদেন হয়েছে সিনোবাংলার শেয়ার। বৃস্পতিবার লেনদেন শেষে শেয়ারটির দর অবস্থান করছে ৩০.৭ টাকায়।

গত সপ্তাহে ৪ কার্যদিবসে কোম্পানিটির মোট ১ কোটি ৩২ লাখ ৭৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গড়ে প্রতি কার্যদিবসে হয়েছে ৩৩ লাখ ১৯ হাজার ৭৫০ টাকার।

উল্লেখ্য, চলতি মাসের ১৮ ডিসেম্বর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ থেকে তদন্ত করলে, শেয়ার দর বৃদ্ধি পাওয়ার কোন কারণ বা মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে কোম্পানির পক্ষ থেকে জানিয়েছে।

‘এ’ ক্যাটাগরির সিনোবাংলা ১৯৯৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর পরিশোধিত মূলধন ২০ কোটি টাকা। এ কোম্পানির মোট ১ কোটি ৯৯ লাখ ৯৬ হাজার ৬০০টি শেয়ারের মধ্যে উদ্যোক্তা পরিচালকের হাতে ২৭.৪১ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ৭.১১ শতাংশ এবং সাধারণ বিনিয়োগকারীদের কাছে রয়েছে ৬৫.৪৮ শতাংশ শেয়ার।

(দ্য রিপোর্ট/এইচকে/নূরুল//ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর