thereport24.com
ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৫ শাওয়াল 1445

লুজারের শীর্ষে মডার্ন ডাইং

২০১৩ ডিসেম্বর ২০ ১৮:৫০:৫৬
লুজারের শীর্ষে মডার্ন ডাইং

দ্য রিপোর্ট প্রতিবেদক : লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে তিন কার্যদিবস দর কমায় সাপ্তাহিক লুজার তালিকার শীর্ষে উঠে এসেছে বস্ত্র খাতের মর্ডান ডাইং। দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে(ডিএসই) সপ্তাহজুড়ে এ শেয়ারের দর কমেছে ১৫.৩৫ শতাংশ। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

গত সপ্তাহের চার কার্যদিবসে এ কোম্পানির মোট ৪৫ লাখ ৭০ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ১ লাখ ১৪ হাজার ২৫০ টাকার শেয়ার। গত তিন কার্যদিবস এ শেয়ারের দর প্রায় ১৬ টাকা কমেছে।

বিগত ছয় মাসেরও বেশি সময় ধরে উৎপাদনে না থাকায় ডিএসই কর্তৃপক্ষ এ কোম্পানিকে ‘বি’ থেকে ‘জেড’ ক্যাটাগরিতে নামিয়ে দিয়েছে| গত বুধবার থেকে ‘জেড’ ক্যাটাগরির অধীনে এ শেয়ারের লেনদেন হচ্ছে।

সপ্তাহের শেষ কার্যদিবস মডার্ন ডাইংয়ের শেয়ার আগের দিনের চেয়ে ৭ টাকা কমে সর্বশেষ ৮৩.৩ টাকায় লেনদেন হয়।

মডার্ন ডাইং ১৯৮৮ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। এর অনুমোদিত মূলধন ১ কোটি ৪০ লাখ টাকা। এর মোট ১৩ লাখ ৬৮ হাজার শেয়ারের মধ্যে ৬৮.৬৯ শতাংশ উদ্যোক্তা পরিচালক, ৫.১৭ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী এবং সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে ২৬.২৪ শতাংশ শেয়ার।

(দ্য রিপোর্ট/এইচকে/এনডিএস/নূরুল/ডিসেম্বর ২০, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর