thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

ব্যাটারি উৎপাদনে অলিম্পিকের ত্রিপক্ষীয় চুক্তি

২০১৩ ডিসেম্বর ২৩ ১২:০৫:২১
ব্যাটারি উৎপাদনে অলিম্পিকের ত্রিপক্ষীয় চুক্তি

দ্য রিপোর্ট প্রতিবেদক: ড্রাইসেল ব্যাটারি উৎপাদনে ত্রিপক্ষীয় চুক্তি অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পরিচালনা পর্ষদ। আরবি গ্রুপ অব কোম্পানিজ ও এর প্রতিনিধি মোহাম্মদ সিরাজুল ইসলাম এবং অলিম্পিক ইন্ডাস্ট্রিজের মধ্যে এ ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

চুক্তি অনুযায়ী, ওয়ালটন ব্রান্ডের ইউএম-৩ (আর-৬), সাইজ-এএ এবং ইউএম-৪ (আর-০৩), সাইজ-এএএ, ১.৫ ভোল্ট, মার্কারি এবং ক্যাডমিয়ামমুক্ত ড্রাইসেল ব্যাটারি উৎপাদন করবে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ। উৎপাদিত ব্যাটারি অপরপক্ষ কিংবা তাদের প্রতিনিধিদের কাছে সরবরাহ করা হবে।

ব্যাটারি উৎপাদনের এ চুক্তির মেয়াদ আগামী ৩১ ডিসেম্বর ২০১৪ তারিখ পর্যন্ত। তবে উভয়পক্ষের মধ্যে সমঝোতার ভিত্তিতে চুক্তির মেয়াদ আরো বাড়ানো হতে পারে বলে অলিম্পিকের পক্ষ থেকে জানানো হয়েছে।

(দ্য রিপোর্ট/শাহ/এইচকে/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

শেয়ারবাজার এর সর্বশেষ খবর

শেয়ারবাজার - এর সব খবর