thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

হোমনা মুক্ত দিবস ২৩ ডিসেম্বর

২০১৩ ডিসেম্বর ২৩ ১৫:০৭:০৬
হোমনা মুক্ত দিবস ২৩ ডিসেম্বর

কুমিল্লা সংবাদদাতা : ২৩ ডিসেম্বর কুমিল্লার হোমনা মুক্ত দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদারমুক্ত হয় কুমিল্লার হোমনা উপজেলা।

১৪ ডিসেম্বর সকালে কয়েকশ’ পাক হানাদার বাহিনী স্থল ও নৌপথে লঞ্চযোগে বাঞ্ছারামপুর হয়ে তিতাস নদী সংলগ্ন উপজেলার ঘাগুটিয়া উত্তরপাড়ায় অবস্থান নেয়।

এ খবর পেয়ে মুক্তিযোদ্ধারা একত্রিত হয়ে পাকবাহিনীর ওপর ঝাঁপিয়ে পড়ে। উভয়ের মধ্যে তুমুল যুদ্ধ শুরু হয়। এ যুদ্ধ চলে টানা এক সপ্তাহ। পরে কুমিল্লা ময়নামতি ক্যান্টনমেন্টে অবস্থানরত মিত্রবাহিনীর কাছে এ খবর পাঠানো হলে ২৩ ডিসেম্বর তারা ঘাগুটিয়া আসে। ওইদিনই ১৩১ জন পাক হানাদার বাহিনী মুক্তিবাহিনীর নিকট আত্মসমর্থন করে। শত্রুমুক্ত হয় হোমনা।

এদিকে, হোমনামুক্ত দিবস উপলক্ষে উপজেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধাদের সমন্বয়ে ব্যাপক কর্মসূচি নেওয়া হয়েছে।

উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কাশেম প্রধান জানান, দিবসটি উপলক্ষে সোমবার ঘাগুটিয়ায় র‌্যালি, আলোচনাসভার আয়োজন করা হয়েছে। মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

(দ্য রিপোর্ট/জেপি/কেএন/এএস/রাসেল/ডিসেম্বর ২৩, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর