thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

তারা তো বলছে না নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না : জয়

২০১৩ ডিসেম্বর ২৪ ০২:৫৮:১৪
তারা তো বলছে না নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না : জয়

দ্য রিপোর্ট প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয় বলেছেন, ‘নির্বাচনে বিরোধী দল নেই। তাই অবজারভারের প্রয়োজন নেই। ইউরোপীয় ইউনিয়ন, কমনওয়েলথ নির্বাচনে পর্যবেক্ষক পাঠাচ্ছে না।’ নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন উঠতে পারে কিনা? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা তো বলছে না নির্বাচন নিরপেক্ষ হচ্ছে না।’

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার রাত ৮টা ১০ মিনিটে পৌঁছানোর পর সাংবাদিকদের এক প্রশ্নে জবাবে তিনি এ সব কথা বলেন।

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৪টি আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়া সম্পর্কে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘তারা (পর্যবেক্ষকরা) আমাদের অভ্যন্তরীণ নির্বাচন নিয়ে কিছু বলবে না। এখানকার মানুষের কাছে নির্বাচন গ্রহণযোগ্য হওয়াটাই বড় কথা। প্রতিদ্বন্দ্বী না থাকলে নির্বাচন করার প্রয়োজন নেই। বিশাল খরচ বেঁচে গেছে। বিরোধী দলের কারণে আগামী পাঁচ বছরের আগে যদি নির্বাচন হয়, তার ব্যয়ের দায়ভার বিরোধী দলের ওপর।’

প্রধানমন্ত্রী পদত্যাগ করলে বিরোধী দল নির্বাচনে আসবে বলে তারা বলছে- এ ব্যাপারে জানতে চাইলে জয় বলেন, ‘এটার কী কোনো যুক্তি আছে? যে প্রধানমন্ত্রী যুদ্ধাপরাধীদের বিচার করেছেন, তাকে কেন পদত্যাগ করতে হবে? তাহলে যুদ্ধাপরাধীদের বিচার করার কারণে তারা কী প্রধানমন্ত্রীর পদত্যাগ চান?’

দশম জাতীয় সংসদে সমঝোতার সুযোগ নেই। বিএনপি আগ্রহী হলে একাদশ নির্বাচন সমঝোতা হতে পারে- প্রধানমন্ত্রীর এমন মন্তব্য সম্পর্কে জানতে চাওয়া হলে জয় বলেন, ‘সংবিধান অনুযায়ী ৫ বছর পর নির্বাচন হবে। তবে পার্লামেন্ট মনে করলে যেকোনো সময় নির্বাচন হতে পারে।’

আগামীতে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে সংবিধান অনুযায়ী নির্বাচন হলে তাতে আপত্তি থাকবে না বলে জানান জয়। তবে শঙ্কার কথাও ব্যক্ত করেছেন তিনি। তিনি বলেন, ‘বিএনপির কার্যকলাপের ইতিহাস আপনারা জানেন। কেউ যদি পরপর দু’বার ডাকাতি করেন, আপনারা কী করবেন? ভবিষ্যতে বিএনপি কর্মকাণ্ডের ওপর সেটা নির্ভর করবে।’

জয় অভিযোগ করেন, বিএনপি যুদ্ধাপরাধীদের সঙ্গে হাত মিলিয়ে নির্বাচনে আসছে না। জামায়াত নির্বাচনে আসতে পারছে না বলেই তারা এটা করছে।

বিরোধী দলের সঙ্গে আলোচনা ও বিভিন্ন প্রস্তাব সম্পর্কে তিনি বলেন, ‘আমরা বিরোধী দলকে অনেক সুযোগ দিয়েছি, গোপনে অনেক আলোচনা হয়েছে। তাদেরকে হোম মিনিস্টারসহ যা চায় তা দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে। অনেক সেধেছি। কিন্তু তারপরেও তারা আসেনি। এখন বোঝা গেল, জামায়াতের কারণে তারা আসছে না।’

বিএনপি ও তার শরিকদের নির্বাচন বর্জনকে তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে অভিহিত করেন জয়। কেউ নির্বাচন করতে না চাইলে তাকে জোর করে নির্বাচনে আনা যায় না বলে মন্তব্য করেন তিনি।

আব্দুল কাদের মোল্লার ফাঁসি কার্যকর হওয়ার পাকিস্তানের পার্লামেন্টে নিন্দা প্রস্তাব পাস হওয়ার ব্যাপারে বিএনপি প্রতিবাদ না করার সমালোচনা করে তিনি বলেন, ‘যে দেশ ৩০ লাখ মানুষকে হত্যা করেছে সেই পাকিস্তান সংসদে কাদের মোল্লার রায়ের বিরুদ্ধে রেজুলেশন পাস হয়। আমরা এর নিন্দা জানিয়েছি। বিরোধী দলীয় নেত্রী এর কোনো প্রতিবাদ করেনি, এটা লজ্জাজনক।’

তিনি আরও বলেন, ‘পাকিস্তানের এই বিষয়টা আওয়ামী লীগ-বিএনপির বিষয় নয়। এটা গোটা দেশের বিষয়। এ বিষয়টি আমরা মানতে পারি না। বাংলাদেশের কোনো রাজনীতিক চুপ থাকতে পারেন না।’

প্রধানমন্ত্রী পুত্র বলেন, ‘আগেই আমার দেশে ফিরে আসার কথা ছিল। সে দেশে (যুক্তরাষ্ট্রে) আমার ফ্যামিলি আছে। বিজয় দিবসটা পরিবারের সঙ্গে কাটাব বলেই থেকে গেলাম। ৪২ বছর পর এই বিজয় দিবসটা সত্যিই অসাধারণ লাগছে। এবার কাদের মোল্লার রায় কার্যকর হয়েছে। আর এটা সম্ভব হয়েছে আওয়ামী লীগ ও আমার মা ক্ষমতায় থাকার কারণে।’

কতদিন দেশে থাকবেন সাংবাদিকদের এমন প্রশ্নে তিনি বলেন, ‘নির্বাচন পর্যন্ত থাকব, ভোট দিয়ে যাব। বিভিন্ন এলাকায় নির্বাচনী সফর করব।’

(দ্য রিপোর্ট/এইউএ/ডব্লিউএস/আইজেকে/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর