thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

বুধবার নতুন কর্মসূচি দিচ্ছে হেফাজত

২০১৩ ডিসেম্বর ২৪ ১৭:০৭:৪৯
বুধবার নতুন কর্মসূচি দিচ্ছে হেফাজত

দ্য রিপোর্ট প্রতিবেদক : শাপলা চত্বরের সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে বুধবার কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে জানিয়েছেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও ঢাকা মহানগরী আহ্বায়ক মাওলানা নুর হোসাইন কাসেমী।

রাজধানীর জামিয়া মাদানিয়া বারিধারা মাদ্রাসায় মঙ্গলবার দুপুরে ঢাকা মহানগর হেফাজত আয়োজিত দোয়া মাহফিলে এসব কথা বলেন মাওলানা কাসেমী। দেশব্যাপী নৈরাজ্য, জানমালের ব্যাপক ক্ষয়-ক্ষতি রোধ ও নিহতদের মাগফিরাত কামনায় এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

তিনি বলেন, ‘আগামীকাল হেফাজতে ইসলামের আমির আল্লামা আহমদ শফীর সভাপতিতে হাটহাজারীতে জরুরি বৈঠক অনুষ্ঠিত হবে। সেখানে আমাদের শান্তিপূর্ণ সমাবেশে বাধা দেওয়ার প্রতিবাদে পাল্টা কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

নুর হোসাইন কাসেমী বলেছেন, ‘দেশে এখন যে অরাজকতা, নিরাপত্তাহনীতা ও নৈরাজ্যকর পরিস্থিতি চলছে এর দ্রুত অবসান হওয়া দরকার। শান্তিপূর্ণ সমাধানে বর্তমান সরকার ও বিরোধী দল এখনও একমত হতে পারছে না। এ অবস্থায় দেশের আলেম-ওলামারা বসে থাকতে পারে না।’

হেফাজতের এ শীর্ষ নেতা বলেন, ‘দেশের শান্তিশৃঙ্খলা ও নিরাপত্তা বিধান এবং নৈরাজ্যকর অবস্থার অবসানের জন্য শাপলা চত্বরে হেফাজতে ইসলাম দোয়া মাহফিলের জন্য সমাবেশের আয়োজন করেছিল। কিন্তু সরকার আমাদের সমাবেশে সম্পূর্ণ অন্যায়ভাবে বাধা প্রদান করেছে। তাদের বাধার কারণে আমরা সমাবেশ করতে পারলাম না।’

তিনি আরো বলেন, ‘২৪ ডিসেম্বরের সমাবেশে বাধা দিলেও হেফাজত তার দাবি থেকে কোনোক্রমেই পিছপা হবে না। এখন থেকে প্রতি জেলা-উপজেলায় আমাদের সমাবেশ হবে।’

দোয়া মাহফিলে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর সদস্য সচিব মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা আবদুর রব ইউসূফী, মাওলানা আবুল কালাম, মাওলানা মাহফুজুল হক, মাওলানা মুহিউদ্দীন আকরাম, মাওলানা সাখাওয়াত হোসাইন, মাওলানা আহমদ আলী কাসেমী, মাওলানা বাহাউদ্দীন যাকারিয়া, মাওলানা মুজিবুর রহমান হামিদী, মাওলানা নাজমুল হাসান, মাওলানা শফিক উদ্দীন, মাওলানা মুনির হোসাইন কাসেমী, মুফতী আবদুল মালেক প্রমুখ।

(দ্য রিপোর্ট/কেএ/এমসি/নূরুল/ডিসেম্বর ২৪, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর