thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

রাষ্ট্রপতির বাণী

২০১৩ ডিসেম্বর ২৫ ০০:০০:৪৬
রাষ্ট্রপতির বাণী

দ্য রিপোর্ট প্রতিবেদক : শুভ বড়দিন উপলক্ষে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এক বাণীতে বলেছেন, ‘শুভ বড়দিন উপলক্ষে দেশের খ্রিস্ট ধর্মাবলম্বীসহ সমগ্র দেশবাসীকে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। মহান সৃষ্টিকর্তার মহিমা প্রচার, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও ভালবাসার মাধ্যমে বিশ্বকে মানুষের শান্তির আবাস ভূমিতে পরিণত করার লক্ষ্যে যুগে যুগে যেসব মহামানব পৃথিবীতে এসেছেন তাদের মধ্যে যিশু খ্রিস্ট ছিলেন অন্যতম।’

রাষ্ট্রপতি বলেন, ‘যিশু পথভ্রষ্ট মানুষকে সত্য ও ন্যায়ের পথে চলার আহ্বান জানিয়েছেন, সৃষ্টিকর্তার সান্নিধ্য লাভের পথ দেখিয়েছেন। আবহমানকাল থেকে এ দেশের মানুষ ভালবাসা ও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ। দেশে বিদ্যমান সম্প্রীতির এ সুমহান ঐতিহ্যকে আরও সুদৃঢ় করতে সবাইকে কার্যকর অবদান রাখতে হবে। বাংলাদেশে খ্রিস্ট ধর্মাবলম্বীরা শিক্ষা ও সমাজ উন্নয়নে যে ভূমিকা রাখছে তা প্রশংসার দাবিদার।’

রাষ্ট্রপতি আরও বলেন, ‘আমি আশা করি, সুখী-সমৃদ্ধ এবং অসাম্প্রদায়িক দেশ গঠনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। শুভ ‘বড়দিন’ খ্রিস্টান সম্প্রদায়সহ সবার জন্য আনন্দময় ও উৎসবমুখর হয়ে উঠুক-এ কামনা করি।’

(দ্য রিপোর্ট/এএইচএস/এনডিএস/ডিসেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

বিশেষ আয়োজন এর সর্বশেষ খবর

বিশেষ আয়োজন - এর সব খবর