thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল 24, ১২ বৈশাখ ১৪৩১,  ১৭ শাওয়াল 1445

বড়দিনের বিশেষ নিবন্ধ

প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন

২০১৩ ডিসেম্বর ২৫ ০১:২৭:৫২
প্রভু যিশু কেন পৃথিবীতে এসেছিলেন

অসাই ত্রিপুরা : দুই হাজার বছরেরও বেশি আগে প্রভু যিশু এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছিলেন। ৩৩ বছর তিনি জীবিত ছিলেন। এ সময়ে তিনি মানবজাতির জন্য ঈশ্বরপ্রেম ও পরিত্রাণের পরিকল্পনা নিজের জীবন দিয়ে প্রকাশ ও বাস্তবায়ন করেছিলেন।

আপনারা প্রভু যিশু খ্রিস্টের নাম শুনেছেন এবং তার বিষয়ে কিছুটা জানেন। কিন্তু পৃথিবীর বহু মানুষ মনে করেন, তিনি একজন মহাপুরুষ ও খ্রিস্টধর্মের প্রবর্তক। আর খ্রিস্টানরা মানেন তিনি ঈশ্বরের পুত্র, পাপের মুক্তিদাতা ইত্যাদি। তবুও পবিত্র বাইবেল থেকে আপনাদের আরও কিছু জানাতে চাইছি, যাতে আপনারা বুঝতে পারেন প্রভু যিশু কে এবং কেন এসেছিলেন। আসুন আমরা তার কাজ ও অন্যান্য বিষয় এবং আমার ও আপনার করণীয় নিয়ে সংক্ষেপে আলোচনা করি-

প্রভু যিশু কে?

যিশুখ্রিস্ট যদিও মরিয়মের গর্ভে জন্মগ্রহণ করেন, তথাপি আমাদের মতো পাপ তার স্বভাবজাত ছিলো না। তিনি মানুষকে বোঝানোর জন্য ও মানুষকে ঈশ্বরের শাস্তি থেকে রক্ষা করতে মানুষ রূপে পৃথিবীতে এসেছিলেন।

‌তিনি পবিত্র মানুষ, ঈশ্বরের পুত্র রূপে এসেছিলেন, তবে তিনি ছিলেন ঈশ্বরের হুবহু প্রকাশ- অথচ সাধারণ মানুষ।

- লুক ১:৩১-৩৫, কলসীয় ১;১৫, ইত্রীয় ১:৩ ও লুক ২:৪-৭।

কেন তিনি জন্মেছেন এবং কি করেছেন?

রোমীয় ৩:২৩ পদবলে- পৃথিবীর সব মানুষ পাপী। পাপ করে না ও পাপস্বভাব নেই এমন মানুষ পৃথিবীতে কেউ নেই।

আর পাপের শাস্তি হলো দৈহিক ও আত্মিক মৃত্যু- রোমীয় ৬:২৩ ও ৫:২২।

এ মৃত্যুর হাত থেকে রক্ষার জন্য প্রভু যিশু পৃথিবীতে এসেছিলেন। কারণ মানুষকে উদ্ধার করার জন্য তিনিই একমাত্র যোগ্য ব্যক্তি।– প্রেরিত ৪:২২।

তিনি কালভেরী ক্রুশে আমাদের পাপ ও পাপের শাস্তি বহন করেছেন, প্রায়শ্চিত করেছেন এবং আমাদের প্রতি পিতা ঈশ্বরের প্রেম ও ক্ষমা প্রকাশ করেছেন।

- রোমীয় ৫:৮, ১ পিতর ২৪-২৫ ও ১ যোহন ৪:৯-১০।

আমরা কি নিজের চেষ্টায় পাপের মুক্তি ও স্বর্গ লাভ করতে পারি?

পৃথিবীতে কোটি কোটি মানুষ নিজের চেষ্টা, সৎ কাজের মাধ্যমে, দেব-দেবীর পূজা, বহু অর্থ খরচ করে ও নিজের শরীরকে কষ্ট দিয়ে পাপমুক্তি ও স্বর্গলাভের জন্য চেষ্টা করে চলেছেন ও শান্তি খুঁজে বেড়াচ্ছেন। কিন্তু পবিত্র বাইবেল বলে, মানুষ কখনো নিজের চেষ্টায় স্বর্গলাভ এবং পাপ থেকে মুক্তি পেতে পারে না। কারণ যতদিন পর্যন্ত তার অন্তরের/জীবনের পাপদূর/ক্ষমা করা না হবে সেটি সম্ভব নয়।

- রোমীয় ৩:২০, ইফি ২:৮-৯ ও গীত ৪৯:৭-১৫।

ঘ. তাহলে পাপ মুক্তি ও স্বর্গ লাভের জন্য কী করতে হবে?

আপনার সমস্ত পাপ স্বীকার করতে হবে, ক্ষমা চাইতে হবে এবং প্রভু যিশুখ্রিষ্টকে পাপের মুক্তিদাতা হিসেবে বিশ্বাস হৃদয়ে গ্রহণ করতে হবে। - রোমীয় ১০:৯-১০, ১ যোহান ১:৯ ও প্রেরিত ১৬:৩১।

কারণ প্রভুযিশু ছাড়া পাপমুক্তি ও স্বর্গে যাওয়ার কোনো উপায় নেই। - যোহন ১৪:৬, প্রেরিত ৪:১২ ও ইব্রীয় ২:৩।

ঙ. প্রভু যিশুকে বিশ্বাস ও গ্রহণ করলে কী কী পাবেন?

সমস্ত পাপের ক্ষমা পাবেন।– ১ যোহন ১:৯ ও গীত ১০৩:১২।

ঈশ্বরের সন্তান হওয়ার ও স্বর্গে যাবার অধিকার পাবেন। -যোহন ১:১২ ও ১৪:১-৪।

অনন্তজীবন ও অনন্তশান্তির নিশ্চয়তা পাবেন। - যোহন ৩:১৬ ও ১১:১৫।

এভাবে যিশু আপনার জীবনের প্রভু হয়ে থাকবেন। মানব জন্মের স্বভাবজাত পাপ থেকে আমরা মুক্তি পাবো। একই সঙ্গে ঘটবে প্রভুর সান্নিধ্যে স্বর্গলাভ। সবাইকে বড়দিনের শুভেচ্ছা।

লেখক : শিক্ষক

পাঠকের মতামত:

SMS Alert

ধর্ম এর সর্বশেষ খবর

ধর্ম - এর সব খবর