thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল 24, ৫ বৈশাখ ১৪৩১,  ৯ শাওয়াল 1445

‘সর্বধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন’

২০১৩ ডিসেম্বর ২৫ ১২:২৫:৪২
‘সর্বধর্মীয় সম্প্রীতি বজায় রাখুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক : খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষে সর্বধর্মীয় সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানিয়েছে মুসলিম-হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান সম্প্রতি পরিষদ। জাতীয় প্রেস ক্লাবের সামনে বুধবার মানববন্ধন ও কেক কাটা অনুষ্ঠানে এ আহ্বান জানান সংগঠনটির নেতারা।

মানববন্ধনে প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ মাহবুবুল ইসলাম। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন পাঠান, নতুন ধারা বাংলাদেশের সভাপতি মোমেন মেহেদী প্রমুখ। সভাপতিত্ব করেন মোস্তাক আহমেদ ভাসানী।

অনুষ্ঠানে মাহবুবুল ইসলাম সবার প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘যিশু খ্রিষ্টের জন্মদিনে আমরা ভ্রাতৃত্ব বন্ধনে আবদ্ধ হই। আমরা পরস্পরের পাশে দাঁড়িয়ে একে অপরের সহযোগিতা করে একটি আদর্শ রাষ্ট্র গড়ে তুলব।’

সভাপতির বক্তব্যে দেশের রাজনীতিবিদদের উদ্দেশে মোস্তাক আহমেদ ভাসানী বলেন, ‘মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে ক্রান্তিকাল পার করেছে দেশ। দেশে কুলষিত রাজনীতির কারণে দেশের মানুষ আজ শান্তিতে নেই। রাজনীতিবিদরা নিজেদের স্বার্থের জন্য জনগণের কল্যাণের কথা ভুলে গেছেন। তাই বড়দিনের মর্মার্থ উপলব্ধি করে মানুষের জন্য কাজ করার আহ্বান জানাই।’

মানববন্ধন শেষে যিশু খ্রিষ্টের জন্মদিন উপলক্ষে কেট কাটা হয়।

(দ্য রিপোর্ট/এএইচএস/এনডিএস/শাহ/লতিফ/ডিসেম্বর ২৫,২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বড়দিন এর সর্বশেষ খবর

বড়দিন - এর সব খবর