thereport24.com
ঢাকা, সোমবার, ২২ জানুয়ারি ২০১৮, ৯ মাঘ ১৪২৪,  ৫ জমাদিউল আউয়াল ১৪৩৯

এফডিসিতে অশ্লীল সিনেমার নায়কেরা

২০১৫ জানুয়ারি ৩০ ১৪:৩০:১৩
এফডিসিতে অশ্লীল সিনেমার নায়কেরা

দ্য রিপোর্ট প্রতিবেদক : বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে এসেছেন অনেক নবীন-প্রবীণ অভিনয়শিল্পী। আবার অশ্লীলতার অভিযোগে বিতাড়িত অনেক শিল্পীকেও দেখা গেছে। নির্বাচন উপলক্ষে অনেক দিন পর এফডিসিতে এসেছেন অশ্লীল সিনেমার নায়কখ্যাত মেহেদী হাসান ও আলেকজান্ডার বো।

বাংলা চলচ্চিত্রের অন্ধকার সময়ে মেহেদী ও আলেকজান্ডার বোয়ের ব্যাপক চাহিদা থাকলেও এখন আর তেমন ডাক আসে না তাদের। সেই আক্ষেপই ঝরেছে দ্য রিপোর্টের সঙ্গে আলাপচারিতায়।

মেহেদী বলেন, ‘এখন আর এফডিসিতে তেমন আসা হয় না। আসলে এখন তো আগের মতো কাজের পরিবেশ নাই। সিনেমায় কমই কাজ করা হচ্ছে। অনেক দিন পর এফডিসিতে আসা হলো। ভালো লাগছে সবাইকে কাছে পেয়ে।’

আলেকজান্ডার বো বলেন, ‘এফডিসিতে তো আসা হয়ই। তবে মেহেদীর সঙ্গে অনেক দিন পর দেখা হয়ে ভাল লাগছে। আজকে নির্বাচন উপলক্ষে অনেকের সঙ্গে দেখা হচ্ছে। খুবই ভাল লাগছে।’

(দ্য রিপোর্ট/পিএস-এএ/এমডি/শাহ/জানুয়ারি ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবররে