thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

আমরা অনেক বেশি ইতিবাচক : পুজারা

২০১৩ ডিসেম্বর ২৫ ১৯:৩২:৪৬
আমরা অনেক বেশি ইতিবাচক : পুজারা

দ্য রিপোর্ট ডেস্ক : চেতেশ্বর পুজারাকেই টার্গেট করেছিল দক্ষিণ আফ্রিকা। আলোর বাতিঘর দেখেছিলেন ভারতের ক্রিকেটবোদ্ধারা তাকে ঘিরেই। প্রথম টেস্টের পর সেই কথা নতুন করে বলার প্রয়োজন নেই। বৃহস্পতিবার শুরু হচ্ছে সফরের শেষে টেস্ট; ডারবানে। তার আগেও আলোচনায় পুজারা। বুধবার অনুশীলন শেষে পুরাজাকেই ঘিরে ধরেছিল মিডিয়া। হাস্যোজ্জ্বল পুজারা মুখ ফিরিয়ে নেননি; বলেছেন, ‘তাদের (দক্ষিণ আফ্রিকা) চেয়ে আমরা অনেক বেশি ইতিবাচক।’

প্রথম টেস্টের পর মহেন্দ্র সিং ধোনি যেমন বলেছেন, ‘ডারবানের জন্য আমরা তৈরি থাকলাম।’ আসলেই তাই; ওয়ান্ডারার্সে নৈতিক জয় হয়েছে ভারতের। কারণ চতুর্থ ইনিংসে ৪৫৮ রান টার্গেটের পেছনে ধেয়ে সাড়ে চারশোয় পৌঁছে গিয়েছিল স্বাগতিকরা! দোলাচলের টেস্টে নিশ্চিত জয়ের পথে থাকা দক্ষিণ আফ্রিকাকে রুখে দিয়েছে ভারত। প্রথম টেস্টের স্মৃতি রোমন্থন করে ধোনি বলেছেন, ‘একটা ম্যাচের তিনটে ফল হতে পারে। জয়, হার বা ড্র। তিনটে সম্ভাবনাকেই মাথা থেকে বের করে দিয়ে এই মুহূর্তে আমাদের কাছে সবচেয়ে গুরুত্ব হল, বিদেশের পিচ-পরিস্থিতির চাপ সামলানো। আমরা যেভাবে এখানে পারফরম্যান্স করছি; তা মন্দ নয়। যা আমাদের ডারবানে উজ্জ্বীবিত করেছে।’

ওয়ান্ডারার্সে শেষ দিনের খেলাটা এতটাই স্নায়ুউত্তেজক ছিল যে, দক্ষিণ আফ্রিকার জয় সুনিশ্চিতই ছিল। ঠিক সেই মাহেন্দ্রক্ষণে ডু প্লেসিস রান আউট হওয়ার মুহূর্তে কমেন্ট্রি বক্সে রবি শাস্ত্রী পর্যন্ত উত্তেজনায় লাফিয়ে ওঠেছেন।

ডারবানে শেষ টেস্টে মর্নে মর্কেলের খেলা কার্যত অসম্ভব। অধিনায়ক স্মিথ জানিয়েছেন, ‘মর্কেলের এখন ভালো রকম রিহ্যাব দরকার। আমাদের টিম ফিজিও বলছে, ডারবানে ওর খেলার আশা কুড়ি শতাংশ মাত্র। এদিকে পুরাজা প্রথম টেস্টের কথা উল্লেখ করে বলেছেন, ‘অবাক লাগছে, দক্ষিণ আফ্রিকাকে শেষ ২ ওভার জেতার চেষ্টা ছেড়ে দিতে দেখে। তখন ওদের আস্কিংরেট ছিল মাত্র ৮। উইকেটও ছিল।’ আসলেই ওয়ান্ডারার্সের শেষ ৩০ মিনিট নিশ্চিত হারের মুখে পড়েছিল পুরাজার ভারত। সেখান থেকে ড্র; নৈতিক জয়েরই সামিল।

পুজারা আরো বলেছেন, ‘প্রথম ইনিংস বিবেচনায় আমরা দ্বিতীয় ভালো ব্যাটিং করেছি। ব্যাটসম্যানরা যা করে দিতে পেরেছে; তা যথেষ্টই বলব। বাকি ছিল বোলারদের। তারাও প্রাণপণ চেষ্টা করেছে। বিশেষ করে শেষ মুহূর্তে বোলাররা দলকে হারের হাত থেকে বাঁচিয়েছে।’

দলে ফিরেই জহির খান দুর্দান্ত বোলিং করেছেন। ইশান্ত শর্মাও মন্দ নয়; সামির নবীনতাও কাজে লাগছে। ব্যাটে পুজারা-কোহলিতে আলোআশা দেখেছে ভারত। পুজরা মহানাটকীয় ম্যাচের পর নতুন ম্যাচ নিয়ে নতুন কথাই বলেছেন, ‘এমন ম্যাচই আমরা টেস্ট আশা করি। জয়-পরাজয়ের খুব কাছাকাছি ম্যাচ। যা প্রথম টেস্টে ঘটেছে। এবার তেমন একটি ম্যাচ আমরা আশা করছি। আর পরের ম্যাচের জন্য আমরা শতভাগ প্রস্তুত।’

দক্ষিণ আফ্রিকার ডারবানের উইকেটের ধরন ওয়ান্ডারার্সের মতোই। বাউন্স থাকছে। ভারতও ক্রিপেসারের কথাই ভাবছে। বরিচন্দ্র অশ্বিনকে নিয়ে মিডিয়ায় ঝড় থাকলেও শেষ পযন্ত থাকছেন দলে তেমনটাই বুধবার নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক।

(দ্য রিপোর্ট/এএস/সিজি/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর