thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৬ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

পাবনায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

২০১৩ ডিসেম্বর ২৫ ২০:১৮:৪৬
পাবনায় উৎসবমুখর পরিবেশে বড়দিন উদযাপন

পাবনা সংবাদদাতা : পাবনায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশের মধ্যে দিয়ে উদযাপিত হয়েছে খ্রিস্টান সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব বড়দিন।

পাবনা ব্যাপ্টিস্ট চার্চে বুধবার সকাল ৯টায় বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। প্রার্থনা পরিচালনা করেন চার্চটির যাজক রেভারেন্ট ডেভিড রত। প্রার্থনায় দেশ ও জাতির সমৃদ্ধি ও মঙ্গল কামনা করা হয়।

প্রার্থনা শেষে উপস্থিত ব্যক্তিরা একে অপরের সঙ্গে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন। এরপর বিভিন্ন বয়সী নারী-পুরুষের উপস্থিতিতে পিঠা পর্ব ও বড়দিনের কেক কাটা হয়। পরে খেলাধুলা ও প্রীতিভোজের আয়োজন করা হয়। এর আগে মঙ্গলবার রাতে খ্রিষ্টান সম্প্রদায়ের প্রতিটি বাড়িতে অনুষ্ঠিত হয় বড়দিনের কীর্তন।

এছাড়াও পাবনার ৫টি উপজেলার ১৭টি উপাসনালয়ে বড়দিনের বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়। যিশু খ্রিষ্টের স্মরণে বড়দিনকে ঘিরে উপাসনালয় ও বাড়িগুলোতে গোশালা তৈরি এবং বর্ণিলভাবে আলোকসজ্জিত করা হয়। শান্তিপূর্ণভাবে বড়দিন উদযাপনে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়।

(দ্য রিপোর্ট/এসআর/এফএস/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বড়দিন এর সর্বশেষ খবর

বড়দিন - এর সব খবর