thereport24.com
ঢাকা, শনিবার, ২০ এপ্রিল 24, ৭ বৈশাখ ১৪৩১,  ১১ শাওয়াল 1445

‘যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না’

২০১৩ ডিসেম্বর ২৫ ২০:৪৮:৪৫
‘যুদ্ধাপরাধীদের সঙ্গে কোনো ঐক্য হতে পারে না’

দ্য রিপোর্ট প্রতিবেদক : নৌ পরিবহন ও মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী শাজাহান খান মন্তব্য করেছেন, যারা একাত্তরে ৩০ লাখ মানুষকে হত্যা ও নারী ধর্ষণ করেছে তাদের ক্ষমা করে কোনো জাতীয় ঐক্য হতে পারে না।

দক্ষিণ আফ্রিকার কিংবদন্তী নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার স্মৃতির প্রতি শ্রদ্ধা ও খ্রিষ্টান সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন উপলক্ষ্যে বুধবার এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন। এ সময় তিনি বড়দিন উপলক্ষ্যে খ্রিষ্টান ধর্মীসহ দেশবাসীকে শুভেচ্ছা জানান।

মন্ত্রী বলেন, ‘অনেকে বলেন, যে কাদের মোল্লার ফাঁসি কার্যকর করা হয়েছে, সে কাদের মোল্লা আর যুদ্ধাপরাধী কাদের মোল্লা এক নয়। তাহলে যে কাদের মোল্লা একাত্তরে যুদ্ধাপরাধ করেছেন তিনি কোথায়?’

তিনি আরও বলেন, ‘কাদের মোল্লার ফাঁসি হওয়ার পর পাকিস্তান তাদের সংসদে যে নিন্দা প্রস্তাব এনেছে তা থেকে প্রমাণ হয় যে, জামায়াত এখনও নিজেদের পাকিস্তানি বলে মনে করে।’

বিরোধী দলের সমালোচনা করে এ সময় শাজাহান খান বলেন, ‘সকলের মানবিকতা বিকশিত করে মাদার তেরেসার আদর্শে পথ চলা উচিত। কিন্তু মানুষ পুড়িয়ে মারা কোন আদর্শ হতে পারে না।’

সভাপতির বক্তব্যে মীজানূর রহমান শেলী বলেন, ‘যে সহিংসতা শুরু হয়েছে তা ত্যাগ করে আমাদের নেলসন ম্যান্ডেলার ক্ষমার আদর্শে আদর্শীত হয়ে ক্ষোভ, বিভেদ ভুলে একে অন্যের প্রতি সহানুভূতি নিয়ে এগিয়ে যেতে হবে।’

রাজধানীর ধানমণ্ডির শেখ জামাল ক্লাবের বোর্ড কক্ষে আয়োজিতি এই আলোচনা সভা যৌথভাবে আয়োজন করেন নেলসন ম্যান্ডলা ফাউন্ডেশন বাংলাদেশ (এনএমএমএফবি) ও মাদার তেরেসা মেমোরিয়াল সোসাইটি বাংলাদেশ (এমটিএমএসবি)।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সাবেক মন্ত্রী ড. মীজানূর রহমান শেলী। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দূর্নীতি দমন কমিশনের ডিরেক্টর জেনারেল কামরুল হাসান মোল্লা, আওয়ামী যুবলীগের সভাপতিমণ্ডলীর সদস্য এনায়েত কবির চঞ্চল প্রমুখ।

আলোচনা শেষে সেখানে বড়দিন উপলক্ষ্যে কেক কাটেন নৌ মন্ত্রী।

(দ্য রিপোর্ট/এএইচএস/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর