thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৩ এপ্রিল 24, ১০ বৈশাখ ১৪৩১,  ১৪ শাওয়াল 1445

কর্মীদের চাঙ্গা করতে মাঠে নামছে আ. লীগ

২০১৩ ডিসেম্বর ২৫ ২১:২৭:৪৭
কর্মীদের চাঙ্গা করতে মাঠে নামছে আ. লীগ

দ্য রিপোর্ট প্রতিবেদক : বিরোধী জোটের সহিংস আন্দোলন মোকাবিলা ও আগামী দশম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূলকে উজ্জীবিত করার উদ্যোগ নিয়েছে আওয়ামী লীগ। এ জন্য আইনশৃঙ্খলা রক্ষায় যৌথবাহিনীর অভিযানের মধ্যে কেন্দ্র থেকে টিম পাঠানো হচ্ছে জেলায় জেলায়। সহযোগী সংগঠনের নেতাদেরও মাঠে নামানো হচ্ছে।

নির্বাচনী তফসিল ঘোষণার পর থেকে বিরোধী জোটের টানা অবরোধে-আন্দোলনে মার খাচ্ছে ক্ষমতাসীন আওয়ামী লীগের তৃণমূল নেতা-কর্মীরা। ইতোমধ্যে বিভিন্ন স্থানে প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন দলটির বেশ কিছু নেতা-কর্মী। দলীয় কর্মসূচি না থাকায় রাজপথেও তেমন উপস্থিতি নেই তাদের।

দ্বিতীয় দফায় আরো ১৭টি সাংগঠনিক জেলায় সফর :

দ্বিতীয় দফায় বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত আরও ১৭টি সাংগঠনিক জেলায় সফর চলবে। এ সব টিমের দায়িত্বে থাকবেন কেন্দ্রীয় নেতারা।

গোপালগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, মাদারীপুর, রাজবাড়ী জেলায় সফর করবেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী, শেখ ফজলুল করিম সেলিম, কাজী জাফর উল্লাহ, উপদেষ্টা পরিষদ সদস্য এস এম নুরুন্নবী, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, বি. এম মোজাম্মেল হক, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.), ধর্ম বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, কেন্দ্রীয় সদস্য আব্দুর রহমান, একেএম এনামুল হক শামীম।

ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, টাঙ্গাইল, নেত্রকোনা, কিশোরগঞ্জ জেলায় সফর করবেন দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম, সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. মো. আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল, কেন্দ্রীয় সদস্য অধ্যক্ষ মতিউর রহমান, মির্জা আজম।

নারায়ণগঞ্জ, নরসিংদী, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, গাজীপুর, ঢাকা জেলায় সফর করবেন দলটির উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট রহমত আলী, সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুন, সতীশ চন্দ্র রায়, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, আব্দুল মান্নান খান, ফজিলাতুন নেসা ইন্দিরা, ডা. বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, একেএম রহমতউল্লাহ, অ্যাডভোকেট মৃণাল কান্তি দাস, সিমিন হোসেন রিমি, নসরুল হামিদ বিপু, অ্যাডভোকেট মমতাজ উদ্দিন মেহেদী।

খুলনা মহানগর, খুলনা জেলা, বাগেরহাট, সাতক্ষীরা জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য তোফায়েল আহমেদ, যুগ্ম-সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, বি.এম মোজাম্মেল হক, লে. কর্নেল মুহাম্মদ ফারুক খান (অব.), মীর্জা আজম, মন্নুজান সুফিয়ান, এসএম কামাল হোসেন।

কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, নড়াইল জেলায় সফর করবেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ (কুষ্টিয়া), আব্দুর রহমান, বি.এম মোজাম্মেল হক, দেওয়ান শফিউল আরেফীন টুটুল, অ্যাডভোকেট সুভাষ চন্দ্র বোস।

দিনাজপুর, পঞ্চগড়, ঠাকুরগাঁও, নীলফামারী জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর (নীলফামারী), এইচ. এন আশিকুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী।

রংপুর, রংপুর মহানগর, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, খালিদ মাহমুদ চৌধুরী, আসাদুজ্জামান নূর, এইচ. এন আশিকুর রহমান, অ্যাডভোকেট ফজলে রাব্বী, নসরুল হামিদ বিপু।

রাজশাহী মহানগর, রাজশাহী জেলা, চাঁপাইনবাবগঞ্জ, নওগাঁ, নাটোর জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য আবদুল লতিফ সিদ্দিকী, মোহাম্মদ নাসিম, প্রফেসর ড. আব্দুল খালেক, (রাজশাহী মহানগর, রাজশাহী জেলা), ড. মির্জা এম. এ জলিল, এ এইচ এম খায়রুজ্জামান লিটন, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জুনায়েদ আহমেদ পলক।

পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, জয়পুরহাট জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম, ড. মির্জা এম. এ জলিল (পাবনা), আবু সাঈদ আল মাহমুদ স্বপন, জুনায়েদ আহমেদ পলক।

রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান, কক্সবাজার জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিঞা, বীর বাহাদুর, ড. হাছান মাহমুদ।

চট্টগ্রাম মহানগর, চট্টগ্রাম উত্তর, চট্টগ্রাম দক্ষিণ জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, ইসহাক মিঞা, বীর বাহাদুর, ড. হাছান মাহমুদ, আমিনুল ইসলাম আমিন, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ।

নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী জেলায় সফর করবেন সভাপতিমণ্ডলীর সদস্য ওবায়দুল কাদের, ইসহাক মিঞা, বীর বাহাদুর, ফরিদুন্নাহার লাইলী।

কুমিল্লা উত্তর, কুমিল্লা দক্ষিণ, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, ডা. দীপু মণি, বীর বাহাদুর, আ. হ. ম মোস্তফা কামাল, অ্যাডভোকেট আব্দুল মতিন খসরু, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, র. আ. ম. উবায়দুল মোকতাদির চৌধুরী, সুজিত রায় নন্দী।

যশোর, মাগুরা, ঝিনাইদহ জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য ড. মহীউদ্দীন খান আলমগীর, শ্রী সতীশ চন্দ্র রায়, বি. এম মোজাম্মেল হক, মোস্তফা মোহাম্মদ ফারুখ, আক্তারুজ্জামান, শাজাহান খান।

সিলেট, সিলেট মহানগর জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য আবুল মাল আবদুল মুহিত, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, মো. মেজবাহউদ্দিন সিরাজ অ্যাডভোকেট, নূরুল ইসলাম নাহিদ, আব্দুল মান্নান, সুজিত রায় নন্দী।

সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ শ্রী সুরঞ্জিত সেনগুপ্ত, সৈয়দ আবু নসর অ্যাডভোকেট, মো. মেজবাহউদ্দিন সিরাজ অ্যাডভোকেট, নূরুল ইসলাম নাহিদ, হাবিবুর রহমান সিরাজ, আব্দুল মান্নান, সুজিত রায় নন্দী।

বরিশাল, বরিশাল মহানগর, ভোলা, পটুয়াখালী, বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলায় সফর করবেন উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, আবুল হাসানাত আব্দুল্লাহ, আ. ফ. ম বাহাউদ্দিন নাছিম, অ্যাডভোকেট আফজাল হোসেন, অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, নসরুল হামিদ বিপু।

(দ্য রিপোর্ট/এইউএ/এসকে/ডিসেম্বর ২৫, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর