thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ মার্চ 24, ১৪ চৈত্র ১৪৩০,  ১৮ রমজান 1445

আক্রমণাত্মক সিদ্দিকুর

২০১৩ অক্টোবর ২৭ ১২:৫০:৪১ ০০০০ 00 ০০ ০০:০০:০০
আক্রমণাত্মক সিদ্দিকুর

দিরিপোর্ট২৪ ডেস্ক : ক্যারিয়ারে বিভিন্ন প্রতিযোগিতায় রয়েসয়ে খেলেছেন বাংলাদেশের সিদ্দিকুর রহমান। কিন্তু মালয়েশিয়ার সিআইএমবি ক্লাসিকে একটু ভিন্ন মেজাজে নিজেকে উপস্থাপন করেছেন। নিজের স্বভাবসুলভ ভঙ্গির বিপরীতে আক্রমণাত্মক হয়ে পারফর্ম করেছেন। চার রাউন্ডের খেলা শেষে লিডারবোর্ডে তার অবস্থান যৌথভাবে ২৫তম।

নিজের এমন পরিবর্তনের বিষয়ে সিদ্দিকুর বলেন, ‘আমি সবসময়ই নিরাপদ দূরত্বে থেকে খেলতে পছন্দ করি। কিন্তু সিআইএমবিতে আমি নতুন করে শিখেছি আক্রমণাত্মক খেলার প্রয়োজন আছে। এ জন্য বুব্বা ওয়াটসন ও কেগান ব্রাডলিকে শুভেচ্ছা। তাদের দুজনের কাছেই এই কৌশল রপ্ত করেছি আমি।’

প্রথম দুই রাউন্ডে ভালো পারফর্ম করতে না পারলেও তৃতীয় ও চতুর্থ রাউন্ডে ঘুরে দাঁড়িয়েছেন সিদ্দিকুর। চার রাউন্ড মিলে পারের চেয়ে চার শট কম খেলে (২৮৪) যৌথভাবে ২৫তম হয়েছেন এই গলফার।

চার রাউন্ড মিলে পারের চেয়ে ১৪ শট কম নিয়ে চ্যাম্পিয়ন হয়েছেন যুক্তরাষ্ট্রের উডল্যান্ড।

(দিরিপোর্ট২৪/সিজি/এএস/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর