thereport24.com
ঢাকা, বুধবার, ২০ ফেব্রুয়ারি ২০১৯, ৭ ফাল্গুন ১৪২৫,  ১৪ জমাদিউস সানি ১৪৪০

স্বাভাবিক খেলেই সেমির বাধা পেরুবে মালয়েশিয়া

২০১৫ ফেব্রুয়ারি ০৪ ১৮:২৭:১৯
স্বাভাবিক খেলেই সেমির বাধা পেরুবে মালয়েশিয়া

সিলেট অফিস : স্বাভাবিক খেলেই মালয়েশিয়া সেমিফাইনাল উৎরাতে চাইছে। যদিও প্রতিপক্ষ সিঙ্গাপুর আর নিজেদের শক্তির দিক দিয়ে তেমন একটা ফারাক নেই বলে স্বীকার করেছেন মালয়েশিয়ার কোচ মোহাম্মদ রাজিব বিন ইসমাইল। বলেছেন, ‘সিলেটে প্রথম সেমিফাইনালে দু দলেরই সমান সুযোগ রয়েছে। আশা করছি ম্যাচটি প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে।’

সিলেট নগরীর রোজভিউ হোটেলে বুধবার ম্যাচ-পূর্ব সংবাদসম্মেলনে মালয়েশিয়া দল সাংবাদিকদের মুখোমুখি হয়েছিল। এ সময় সেরা খেলা খেলেই রেজাল্ট নিজেদের পক্ষে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মালয়েশিয়ান কোচ। বলেছেন, ‘ম্যাচ নিয়ে আমাদের তেমন কোনো কৌশল বা পরিকল্পনা নেই। স্বাভাবিক খেলা খেলতে চাই। এর মাধ্যমেই ম্যাচে রেজাল্ট নিজেদের পক্ষে নিতে সক্ষম হব আমরা।’

গ্রুপ পর্বের সব ম্যাচ সিলেট ভেন্যুতে খেলেছে মালয়েশিয়া। এতে কোনো বাড়তি সুবিধা হবে কি না এমন প্রশ্নে ইসমাইল বলেছেন, ‘হ্যাঁ, কিছু সুবিধা তো পাবই। কারণ এ ভেন্যুতেই গ্রুপ পর্বের সব ম্যাচ খেলেছি আমরা।’ সেমিফাইনালে সিঙ্গাপুরের বিপক্ষে মালয়েশিয়া ৪-২-৩-১ ফরমেশনে খেলবে বলে জানিয়েছেন ইসমাইল।

মালয়েশিয়া দলের অধিনায়ক নাজিরুল বলেছেন, ‘সেমিফাইনাল ম্যাচটি অনেক কঠিন হবে। আমরা আমাদের সেরাটা দেওয়ার জন্য প্রস্তুত।’

সিলেট জেলা স্টেডিয়ামে বৃহস্পতিবার সন্ধ্যা ৫টায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে মুখোমোখি হবে মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

(দ্য রিপোর্ট/এমজেসি/সিজি/আরকে/ফেব্রুয়ারি ০৪, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

ফুটবল এর সর্বশেষ খবর

ফুটবল - এর সব খবর