thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ মার্চ 24, ১৫ চৈত্র ১৪৩০,  ১৯ রমজান 1445

প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার চেষ্টা

২০১৩ অক্টোবর ২৭ ১৫:১০:১৩ ০০০০ 00 ০০ ০০:০০:০০
প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার চেষ্টা

দিরিপোর্ট২৪ প্রতিবেদক : রাজধানী কাকরাইলের মিন্টুরোডে প্রধান বিচারপতির বাসভবনে ককটেল হামলার চেষ্টা চালিয়েছে সুমন নামে এক যুবক। ককটেলটি নিক্ষেপ করতে গেলে তার হাতেই বিস্ফোরিত হয়। পরে রমনা থানা পুলিশ তাকে আটক করে চিকিৎসা দিতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

তার পেট, হাত ও পায়ের অনেকাংশ পুড়ে গেছে। রবিবার দুপুর সোয়া ২টায় এ ঘটনা ঘটে।

রমনা থানার উপ-পরিদর্শক (এসআই) জহিরুল ইসলাম বলেন, সুমন কাকরাইল এলাকায় ককটেল বিস্ফোরণ করতে আসে। ককটেলটি নিক্ষেপ করার আগেই তার হাতে বিস্ফোরিত হয়।

তিনি আরো জানান, তাকে আটক করা হয়েছে। এ ঘটনায় রমনা থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আহত সুমন বলেন, তিনি কাকরাইলের শাহবুদ্ধিন হোটেলে কাজ করেন। এক যুবক তাকে ওই যর্দার কৌটাটি (ককটেল) প্রধান বিচারপতির বাসভবনে নিক্ষেপ করতে বলে। বিচারপতির বাসার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই হাতে থাকা ককটেলটি বিস্ফোরিত হয়।

(দিরিপোর্ট২৪/নাজিম/এমএআর/অক্টোবর ২৭, ২০১৩)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর