thereport24.com
ঢাকা, সোমবার, ২১ জানুয়ারি ২০১৯, ৮ মাঘ ১৪২৫,  ১৪ জমাদিউল আউয়াল ১৪৪০

শহীদ মিনারে ‘সেলফি’ তোলার হিড়িক

২০১৫ ফেব্রুয়ারি ২১ ০২:৪৬:২৪
শহীদ মিনারে ‘সেলফি’ তোলার হিড়িক

নাজমুল সাঈদ, দ্য রিপোর্ট : শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানোর পাশাপাশি সেলফি তোলার হিড়িক পড়েছে। কেউবা সেলফি তুলছেন একা, কেউ বন্ধুদের নিয়ে কিংবা পরিবারের সদস্যদের নিয়ে।

শুক্রবার রাতে সেলফি তোলায় ব্যস্ত ছিলেন আরমান নামে এক তরুণ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দাবি করে তিনি বলেন, ‘এবার আমি ও হলের বন্ধুরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। আগামী বছর পারব কিনা জানি না। তাই আজকের স্মৃতিকে স্মরণীয় রাখতে নিজের মোবাইলে ছবি তুলেছি।’

সপরিবারে সেলফি তুলছিলেন জাহিদ ইকবাল। কথা হয় তার সঙ্গে। তিনি জানান, রাত জেগে শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। ফেসবুকে এটা পোস্ট দেব এবং সকলকে জানানোর জন্যই সেলফি তুললাম।

মিরপুর থেকে শহীদ মিনারে ফুল দিতে আসা মীর সাব্বির দ্য রিপোর্টকে বলেন, ‘এমনিতে শহীদ মিনারের এই দিকে আসা হয় কম। একুশে ফেব্রুয়ারি উপলক্ষে কয়েকজন বন্ধু মিলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছি। বিশেষ এ মুহূর্তকে ক্যামেরাবন্দি করার জন্যই সেলফি তুলেছি।’

(দ্য রিপোর্ট/এইউএ-এনএস-কেএইচ/একে/ফেব্রুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

আ মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ মরি বাংলা ভাষা - এর সব খবর