thereport24.com
ঢাকা, শুক্রবার, ২১ সেপ্টেম্বর ২০১৮, ৫ আশ্বিন ১৪২৫,  ১০ মহররম ১৪৪০

ফুল হাতে নারী ও শিশুরা

২০১৫ ফেব্রুয়ারি ২১ ০৪:৪৭:৫৪
ফুল হাতে নারী ও শিশুরা

কামাল হোসেন, দ্য রিপোর্ট : একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুরুষের পাশাপাশি নারী ও শিশুরাও এসেছে ফুল নিয়ে। সবার উদ্দেশ্য বেদীমূলে শ্রদ্ধা নিবেদন।

বাবার সঙ্গে ফুল দিতে এসেছে চার বছরের শিশু সারগাম। সে বলে, ‘সবাই যেখানে গিয়ে ফুল দেচ্ছে আমিও বাবার সঙ্গে গিয়ে ফুল দিচ্ছি।’

তাওহীদুল আল সাকিন নামের চার বছরের শিশু বলে, ‘বাবা আমাকে প্রথমে নিয়ে আসতে রাজি হয়নি। বাবা যখন আসে আমিও আসার জন্য বায়না ধরেছিলাম।’

ঢাকা বিশ্বদ্যিালয়ের থিয়েটার এ্যান্ড পারফমমেন্স স্টাডিজ বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী প্রীতি দত্ত দ্য রিপোর্টকে বলেন, ‘২১ ফেব্রুয়ারির রাতে শহীদ মিনারে ফুল দেওয়ার অনুভূতিই আলাদা। তাই এখানে এসেছি।’

তিনি বলেন, ‘আমি হলে থাকি না। সবকিছু উপেক্ষা করে চলে এসেছি ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে।’

শামীমা আক্তার নামের এক গৃহিনী সপরিবারে শহীদ মিনারে এসেছেন ফুল দিয়ে ভাষা সৈনিকদের শ্রদ্ধা জানাতে। তিনি দ্য রিপোর্টকে বলেন, ‘আমি প্রতি বছরই সপরিবারে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে বাংলার বীর সন্তানদের শ্রদ্ধা জানাতে আসি।’

(দ্য রিপোর্ট/এইউএ-এনএস-কেএইচ/আরপি/ফেব্রুয়ারি ২১, ২০১৫)

পাঠকের মতামত:

SMS Alert

আ মরি বাংলা ভাষা এর সর্বশেষ খবর

আ মরি বাংলা ভাষা - এর সব খবররে